13yercelebration
ঢাকা

ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

Link Copied!

ধামইরহাটে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার, সহকারি উপজেলা শিক্ষা অফিসার, বিভিন্ন কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক এবং প্রাথমিক বিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরের সমন্বয়ে সকাল ১০টায় একটি র‍্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেউপজেলা পরিষদ হলরুমে মিলিত হয়।

উপজেলা পরিষদ হল রুমে উপজেলা শিক্ষা অফিসার শেখ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন। স্বাগত বক্তব্য প্রদান করেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার।

দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, সেননগর আলিম মাদ্রাসার অধ্যক্ষ আব্দুস সোবহান, ধামইরহাট মহিলা কলেজের সিনিয়র প্রভাষক এস সি আলবার্ট সরেন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মুকুল হোসেন, ফার্সিপারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান তোতা প্রম‚খ।

উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন শিক্ষকদের বিভিন্ন মানবিক উদাহরণ তুলে ধরেন এবং নৈতিকতার সাথে দায়িত্ব পালন করার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।

http://www.anandalokfoundation.com/