বরিশালের গৌরনদীতে লিভার সিরোসিসে আক্রান্ত রোগী দুই সন্তানের জনক মিরাজ হাওলাদারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ছাত্রদল ও ব্যবসায়ীদের উদ্যোগে সহায়তা প্রদান করা হয়।
উপজেলা ছাত্রদলের আহবায়ক রুবেল গোমস্তা জানান, উপজেলার জয়শুরকাঠি গ্রামের বাসিন্দা মিরাজ দীর্ঘদিন যাবত লিভার সিরোসিসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন। টাকার অভাবে তার চিকিৎসা বন্ধের পথে।
বিষয়টি জানার পর শনিবার রাতে ছাত্রদল ও মাহিলাড়া বাজারের ব্যবসায়ীরা যৌথভাবে মিরাজের পরিবারের হাতে ২৬ হাজার টাকা তুলে দেয়া হয়। এসময় উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।