মাদারীপুরের কালকিনি উপজেলা ক্রিড়া সংস্থার পক্ষ থেকে আজ বিকালে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দুই কৃতী মহিলা খেলোয়াড়কে আর্থিক অনুদান প্রদান করা হয়।
অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার আহবাহক ও কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ উল আরেফিন।
অনুদান প্রাপ্ত খেলোয়াড়রা হলেন অনিমা পাল হ্যান্ডবল খেলোয়ার ও মুক্তা চেীকিদার কাবাডি খেলোয়ার। তারা দীর্ঘ দিন ধরে হ্যান্ড বল ও কাবাডি খেলায় কালকিনি উপজেলার হয়ে সাফল্যেও সাথে প্রতিনিধিত্ব করে আসছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য মো. আনোয়ার হোসেন, রফিকুল ইসলাম মিন্টু, ছাবিনা ইয়াছমিন ও সবুজ হোসেনসহ আরও অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এই অনুদান দেওয়ার উদ্দেশ্য হলো খেলোয়ারদের উন্নয়নের পাশাপাশি খেলোয়াদের ভালো খেলার প্রতি উৎসাহিত করা। তিনি আরো বলেন আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে আগামীতেও খেলোয়াড়দের জন্য এই রকম অনুদান দেওয়া অব্যাহত রাখবো।