14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ডাসারে বিজয় মেলায় নগ্ন পুতুল নাচ ও জুয়ার আসর

admin
December 20, 2016 5:22 pm
Link Copied!

ডাসার প্রতিনিধি : মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ডাসার থানাস্থ নতুন বাজারে বিজয় মেলা নামে চলছে অশ্লীল পুতুল নাচ ও র‌্যাফেল ড্র্র নামের জুয়ার আসর।

গত ৯/১২/২০১৬ তারিখে চালু হওয়া বিজয় মেলায় পুতুল নাচ নামে নগ্নতা ও র‌্যাফেল ড্র নামে জুয়ার আসর পরিচালনার অভিযোগ ওঠে ।

প্রতিদিন সন্ধ্যা হলেই নেমে আসে পর্দার ওপারে পুতুল নাচ নামে অশ্লীলাতায় মেতে ওঠে মেলা প্রাঙ্গন। পুতুল নাচের অশ্লীলতা আবাল বৃদ্ধ সবাইকে হতবুদ্ধ করেছে। ঐতিহ্যবাহী এই এলাকায় পুতুল নাচের নগ্নতা সুশীল সমাজ  সবাইকে অবাক করে দিয়েছে। মেলার নামে এই অশ্লীলতার সাথে এই সমৃদ্ধশালী এলাকার লোকজন কেউ পরিচিত ছিল না।

পুতুল নাচের প্রতিটি শো-তে জন প্রতি ৫০ থেকে ১০০ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। ঘন্ট ব্যাপি প্রতিটি শো-তে অপ্রাপ্ত বয়স্কদের উপচে পড়া ভীর থাকে। আর প্রতিদিন শো থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে মেলা কমিটির সদস্যবৃন্দ। জোড়াল অভিযোগ ওঠে মেলা কমিটির সভাপতি সৈয়দ কামরুজ্জামানের বিরূদ্ধে এমন অশ্লীল পুতুল নাচ পরিচালনার জন্য।

তাছাড়াও র‌্যাফেল ড্র নামে জুয়ার আসর রমরমা ব্যাবসা করে জনসাধারণেরক কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ।

পুতুল নাচের অশ্লীলতা ও র‌্যাফেল ড্র এর কারণে এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রবীন মুরুব্বি বলেন, ” ঠিক মত নামাজ পড়তে পারি না। সারাদিন সাউন্ড বক্স বাজতে থাকে। তাছাড়া,এলাকার যুব সমাজকে নষ্ঠ করছে এসব আশ্লীলতা ও র‌্যাফেল ড্র।”
মধ্যবয়স্ক একজন অভিযোগ করে বলেন, ” আমার ঘরে টাকা পয়সা থাকে না। ছেলে সব টাকা চুরি করে এসব হাবিজাবি দেখে। আর প্রতিদিন জুয়ার লটারি কিনে সব টাকাগুলো শেষ করে। এই মেলা যদি চলতে থাকে তাহলে আমাকে পথে নামতে হবে। অন্যদিকে আগে আমার ছেলে একটা কথা বললে শুনতো কিন্তু এখন তার আচরন খুবই খারাপ হয়েগেছে।” একাধিক এলাকার গণ্য মান্য ব্যক্তি বলে, এভাবে ১ মাস অতিবাহিত হয় তাহলে অত্র এলাকা ও আশেপাশের এলাকাগুলোর জরম অর্থনৈতিক সংকটের সম্মুখিন হবে। যার আনুমানিক অর্থ প্রায় ২,০০,০০,০০০ (দুই কোটি) টাকা।

এসব নিয়ে মেলা কমিটির সভাপতির কাছে তার বক্তব্য জানতে চাইলে তিনি এবিষয়ে কিছু জানাতে অস্বীকৃতি জানান।

 

 

http://www.anandalokfoundation.com/