14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ট্রাম্পের মাথার দাম ৫৭৫ কোটি টাকা, ইরানের টেলিভিশনে সরাসরি সম্প্রচার

Brinda Chowdhury
January 8, 2020 8:28 am
Link Copied!

দি নিউজ ডেস্কঃ গত শুক্রবার মার্কিন এয়ারস্ট্রাইকে মৃত্যু হয়েছে ইরানের কুদশ ফোর্সের মেজর জেনারেল কাসেম সোলেমানির। সোলেমানির মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। বারবার সংঘাতের খবর আসছে। তাঁর মৃত্যুতে আমেরিকার বিরুদ্ধে সবরকমের পদক্ষেপ নেওয়ার হুংকার দিয়েছে ইরান৷কিভাবে ইরান এর প্রতিশোধ নেবে তা জানার জন্য আমেরিকা শুরু করেছে নানান পরিকল্পনা।

এবার আরও একধাপ এগিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ৫৭৫ কোটি টাকা ঘোষণা৷

ইরানের ৮ কোটি মানুষের প্রত্যেকের পক্ষ থেকে এক ডলার করে দিলে ৮ কোটি ডলার হবে। যার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে তার মাথা এনে দিতে পারলে আমাদের সবার পক্ষ থেকে পুরস্কার হিসেবে ৮ কোটি ডলার দেয়া হবে। ঘোষণাটি ইরানের টেলিভিশনে সরাসরি সম্প্রচারও করা হয়।

সংবাদসংস্থা সূত্রে খবর, সোমবার সুলেইমানির শেষযাত্রায় সামিল হন তেহরানের হাজার হাজার মানুষ৷ আর সেখানেই ঘোষিত হল মার্কিন প্রেসিডেন্টের মাথার দাম ৮ কোটি ডলার অর্থাৎ প্রায় ৫৭৫ কোটি টাকা৷ মিছিলে ঘোষণা হল, ইরানের ৮ কোটি মানুষের প্রত্যেকের পক্ষ থেকে এক ডলার করে দিলে ৮ কোটি ডলার হবে। যার নির্দেশে এই হত্যাকাণ্ড ঘটেছে, তার মাথা এনে দিতে পারলে আমাদের সবার পক্ষ থেকে পুরস্কার হিসেবে ৮ কোটি ডলার দেয়া হবে৷

বাগদাদের মার্কিন দূতাবাসে কাছে এই রকেট উৎক্ষেপণ করা হয়। মনে করা হচ্ছে একটুর জন্য বেঁচে গিয়েছে মার্কিন দূতাবাস। স্থানীয় রিপোর্টে বলা হয়েছে, ওই মিসাইলগুলি একটি অ্যাপার্টমেন্টে আঘাত করে। এর ফলে বেশ কয়েকজন সাধারণ মানুষ মারা গিয়েছে বলে দাবি করা হয়েছে।

মার্কিন সেনাদের দ্বারা ইরানি জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পরে এই নিয়ে পর পর দু’রাতে এই দূতাবাসে হামলা করা হয়েছে। তবে কোনক্রমে বেঁচে গিয়েছে দূতাবাস।

সোমবার বাগদাদ থেকে সুলেইমানির দেহ আনা হয় তেহরানে। প্রিয় সেনাপ্রধানকে শেষ বিদায় জানাতে জড়ো হয়েছিলেন হাজার হাজার মানুষ। তেহরান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সেই মিছিলের নেতৃত্ব নিজের কাঁধে তুলে নিলেন ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেই।

প্রার্থনা-মন্ত্র উচ্চারণের ভার ছিল তাঁর উপর, কিন্তু প্রিয় বন্ধুর পতাকা মোড়া কফিনের সামনে দাঁড়িয়ে আর কান্না চেপে রাখতে পারলেন না খামেনেই। প্রার্থনা উচ্চারণে গলা যাচ্ছে ভেঙে, চোখ দিয়ে টপ টপ করে ঝরছে জল। ইরানের শীর্ষ নেতার প্রিয়বন্ধু হারানোর আবেগ তখন সরকারি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত।

ইরানের প্রথম সর্বোচ্চ নেতা আয়োতোল্লা খামেনেই-এর মৃত্যুর পর এমন জনস্রোত দেখেছে ইরান। তার সঙ্গেই তুলনা করা হচ্ছে সোলেমনির শেষযাত্রা। কার্যত জনসমুদ্র তৈরি হয়েছিল এদিন। মানুষের পরনে ছিল কালো পোশাক। বড় বড় লাউডস্পিকারে চলছিল শোকের গান।

সোলেমানির জন্য প্রার্থনায় নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই। প্রার্থনার সবসময় তাঁর চোখে জল আসে। ফুঁপিয়ে কেঁদে ওঠেন তিনি। সঙ্গে ছিলেন ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানি।সোলেমনির শেষযাত্রায় কার্যত জনসমুদ্র তৈরি হয়েছিল। মানুষের পরনে ছিল কালো পোশাক। বড় বড় লাউডস্পিকারে চলছিল শোকের গান।

ইরানের মানুষ সোলেমানির জয়গান গাইছেন, স্লোগান দিচ্ছেন। অন্যদিকে মার্কিন পতাকা পুড়িয়ে প্রতিবাদ জানাচ্ছেন। ইরানের সামরিক বাহিনী যোগ্য জবাব দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। পালটা প্রত্যাঘাতের হুঁশিয়ারি আমেরিকার তরফেও। এই অবস্থায় ক্রমশ চড়ছে উত্তেজনার পারদ।

http://www.anandalokfoundation.com/