জমিজমা সংক্রান্ত বিবাদের জেরে শৈলকুপার ভাণ্ডারীপাড়া গ্রামে সংখ্যালঘুদের উপর হামলায় আহত দুইজন।
গতকাল বুধবার ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ভাণ্ডারীপাড়া গ্রামে আনুমানিক রাত ৭টার দিকে সংখ্যালঘুর জমিতে মাছের ঘের দখল করতে আসায় বাঁধা দেওয়ায় এঘটনা ঘটে। দুর্বৃত্তের বাহিনীর হাতুরির আঘাতে আহত সাগর সরকার ও অখিল সরকার।
জানা যায়, সাগর ও অখিল সরকারের তের শতক জমিতে মাছের ঘের দীর্ঘদিন দখলের চেষ্টা করে আসছিল সন্ত্রাসী দুর্বৃত্তবাহিনী আব্দুল্লাহ, নূর আমিন, কপিলসহ অনেকে। বুধবার সন্ধ্যায় মাছের ঘের করে দখল করতে আসলে অখিল ও সাগর বাঁধা দেওয়ায় তারা হাতুরী দিয়ে শরীরে যথেচ্ছভাবে আঘাত করে। এতে ঐ দুইজনের হাত পা ভেঙ্গে যায়।
এঘটনায় গ্রামবাসীরা চরম আতংকে দিন কাটাচ্ছে। তাদের শঙ্কা জমি দখলের জন্য যা খুশি তাই করতে পারে দুর্বৃত্তরা। এমনকি প্রাণ নিতেও পিছপা হবে না।
স্থানীয়রা ঘটনাস্তলে এসে আহতদেরকে দ্রুত শৈলকুপা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সাগর ও অখিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ খবর নেয়া পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে।