14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ অফিসার হলেন কালীগঞ্জের ওসি মুহঃ মাহফুজুর রহমান

Biswajit Shil
December 15, 2019 9:35 pm
Link Copied!

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ ॥  ঝিনাইদহ কালীগঞ্জ থানাতে গত ২৮ অক্টোবর সোমবার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন ওসি মুহাঃ মাহফুজুর রহমান মিয়া।

এই অল্প দিনে সকল ধরনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ডাকাত গ্রেফতার, অস্ত্র উদ্ধার, দীর্ঘদিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ সকল ধরনের আসামী গ্রেফতার করে আইনের আওতায় আনা,শান্তি শৃংখলা রক্ষা ছাড়াও কালীগঞ্জের সার্বিক আইন-শৃঙখলা পরিস্থিতি সন্তোষজনক থাকায় ঝিনাইদহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া।

এ উপলক্ষে রোববার সকালে ঝিনাইদহ পুলিশ লাইন্সে ঝিনাইদহ পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ ওসি ঘোষনা করে তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম। এ সময় আরো উপস্থিত ছিলেন, ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কান্তি দাসসহ জেলার অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

http://www.anandalokfoundation.com/