সরকার ও উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কোচিং বাণিজ্য চালু রাখার দায়ে রাজধানীর ৬টি কোচিং সেন্টারকে সিলগালা করে দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই ছয়টি কোচিং থেকে মোট আট জনকে জেল ও জরিমানা করা হয়েছে।
রোববার র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালানো হয়।
রাজধানীর ফার্মগেটে ম্যাবস ও মবিডিক এবং ঝিগাতলা এলাকায় জয়যাত্রা, নবদিগন্ত, অনন্য ও ব্লেজ নামে ছয়টি কোচিং সেন্টারের কার্যক্রম চলমান দেখতে পায় র্যাব। পরে কোচিং সেন্টারগুলো সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ছয়টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশ অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চলবে। কোচিং সেন্টারগুলো সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে পরিচালনা করে আসছিল। জরিমানা করে সতর্ক করা হয়েছে। পরবর্তীতে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।