14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু

Biswajit Shil
December 16, 2019 1:02 am
Link Copied!

গাজীপুরের হারিনালে একটি ফ্যান কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জন মারা গেছেন। রোববার (১৫ ডি‌সেম্বর) সন্ধ্যায় এ অগ্নিকা‌ণ্ডের সূত্রপাত হয়। খবর পে‌য়ে ‌জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের দু’টি ইউ‌নিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মামুনুর রশীদ জানান, আগুন লাগার খবর পাওয়ার পর দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর সেখানে ১০ জনের মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এর আগে, সন্ধ্যায় গাজীপুর সদর উপ‌জেলার কেশোর্তা এলাকায় লাক্সারি ফ্যান তৈরির কারখানার তৃতীয় তলায় আগুন লা‌গে। খবর পে‌য়ে জয়‌দেবপুর ফায়ার সা‌র্ভি‌সের দু’টি ইউনিটের কর্মীরা আগুন নেভা‌নোর চেষ্টা করে। তাৎক্ষ‌ণিক আগুন লাগার সূত্রপাত জানা যায়‌নি।

http://www.anandalokfoundation.com/