14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

করোনা ভাইরাসের থাবায় বগুড়ায় শিশুদের গৃহবন্দী জীবনযাপন

Rai Kishori
April 23, 2020 6:29 pm
Link Copied!

অনিষা ঘোষ, বগুড়া: করোনা ভাইরাসের প্রভাবে প্রায় এক মাস ধরে স্কুল কলেজ মাদ্রাসা বন্ধ হয়েছে গেছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে দিনের পর দিন তালা ঝুলছে। কোচিং সেন্টারগুলোও বন্ধ ঘোষনা করেছে সরকার। দেশের র্পাক ও বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষনা করা হয়েছে অনিদিষ্ট কালের জন্য। বাসায় গৃহবন্দি জীবন যাপন করতে করতে হাঁপিয়ে উঠেছে শিক্ষার্থীরা। বিশেষ করে শিশু শিক্ষার্থীরা অসহায় জীবন যাপন করছে। শিশুদের মানষিক বিকাশ নিয়ে শংকায় পড়েছে সচেতন অভিভাবকেরা।

নাম সির্দ্ধাথ কুমার ঘোষ অংকন। বয়স ৫ বছর। বগুড়া ইনডিপেনডেন্ট স্কুলের নার্সারী শ্রেনীর ছাত্র। করোনা ভাইরাসের সংক্রমনের প্রভাব থেকে ছাত্র–ছাত্রীদের নিরাপদে রাখতে গত মার্চ মাসের প্রথম সপ্তাহে স্কুল বন্ধ হয়ে যায়। মাঝে মাঝে অংকন বগুড়ার শিশু পার্কে ঘুরতে যেতো। করোনা ভাইরাসের কারনে বগুড়ার বিনোদন পার্কগুলো বন্ধ থাকায় বাসার মধ্যে এক ঘেয়ে হয়ে পড়েছে অংকন। বাসায় একা একা থাকতে থাকতে তিক্ত হয়ে উঠেছে সে। ৫ বছর বয়সী অংকনের এখন বাড়ন্ত বয়স। এখনি সময় মেধা বিকাশের আর এই গুরুত্বপূর্ণ সময়ে দেশে এসেছে করোনা ভাইরাসের ভয়াল থাবা। ফলে অংকন সময় সময় বুদ্ধি প্রতিবন্দী শিশুর মতো আচরন শুরু করেছে। অংকনের মা অনিষা জানান, স্কুল ছুটি হওয়ায় অংকন বাসায় কযেক দিন খুবই হাসি খুশি ছিলো। দীর্ঘ দিন স্কুল ছুটি আর ঘরে বন্দী থাকায় সে অশান্ত হয়ে উঠেছে। কখনো খেলনা গাড়ী, কখনো মোবাইলে গেম খেলা, কখনো আবার জিনিস পত্র ভাংচুর করে চলেছে। কখনো একা একাই কান্নাকাটি। শুধু অংকন কেন তার মতো অনেকেই এই কঠিন সময় পার করছে। অনেক শিশুই মানষিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এই করোনা ভাইরাসের কবল থেকে দেশ জাতীর মুক্তি কামনা করেছেন তিনি।

কাব্যনীল সরকার। বয়স ৯ বছর। বগুড়া আমড পুলিশ ব্যালিয়ান স্কুল এ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর ছাত্র। করোনা ভাইরাসের থাবার আগে কাব্যনীল নিয়োমিত স্কুলে যেতো , বন্ধুদের সাথে খেলা করতো। বিকেলে পাড়ার ছেলেদের সাথে খেলা করতো। অত্যন্ত ভালো ভাবে দূরন্ত বালোকের মতো চালাচল করতো। কাব্যনীল সরকারের মা একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা বাবা এক প্রাইভেট কোম্পানীতে চাকরী করেন। করোনা ভাইরাসের কারনে সবাই এখন বাসায় অলস জীরন যাপন করছে। কাব্যনীল বাসার ভেতরে থাকতে তাকতে হাঁপিযে উঠেছে। কাব্যনীল বাসায় থাকতে থাকতে খিটখিটে মেজাজে ও বদ্ধি প্রতিন্ধী বালোকের মতো আচরন শুরু করেছে। কাব্যনীলের পিতা বাসুদেব সরকার জানান, কাব্যনীলের এখন বাড়ন্ত বয়স ।আর এই বয়সে সে গৃহবন্দী। এভাবে আর কিছুদিন চলতে থাকলে শুধু কাব্যনীর কেন অনেক ছেলে মেয়েই মানষিক ভারসাম্য হারিয়ে ফেলবে।

শিশু বিশেষজ্ঞদের মতে এভাবে দিনের পর দিন শিশুরা গৃহবন্দি জীবন কাটালে অনেকে মানষিক রোগী হয়ে যেতে পারে। দেশ জুড়ে করোনা ভাইরাসের প্রভাব চলাকালে শিশুদের সাথে খারাপ আচরন না করার পরামর্শ দিয়েছে অনেক শিশু বিশেষজ্ঞ।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শফিকুল আলোম জানান, শিশুদের বারোন্ত বয়সে লেখাপড়ার পাশাপাশি চিত্ত বিনোদনের ব্যাপক প্রয়োজন আছে। বিনোদন শিশুদের মানষিক বিকাশ ঘটায়। করোনা ভাইরাসের সংক্রমনের প্রভাবে অনেক শিশু বিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। ফলে অনেক শিশুর মেধা বিকাশে অনেক ঝুঁকিতে আছে।

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সাবেক সহকারী অধ্যাপক ডা, আতিকুর রহমান খান বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশের শিশুদের মানষিক ঝুঁকি বিরাজ করছে। বিশেষ করে শহরের শিশুদের উপর একটা খারাপ প্রভাব পড়েছে। গ্রামের বসবাসরত পরিবারের শিশুরা মুক্ত বাতাস ও খোলা জায়গায় চলাচল করার সুযোগ পাওয়ায় তাদের মানষিক বিকাশেরে তেমন কোন ঝুঁকি নেই। কিন্তু শহরের শিশুরা মানষিক বিকাশে ব্যাপক ঝুকির মাঝে রয়েছে্।

এদিকে আত্নীয় স্বজনদের বন্ধু- বান্ধবদের বাসাতেও যাতায়াত বন্ধ হওয়ায় বাড়ন্ত বয়সের সকল শিশু আস্তে আস্তে মানষিক ভারসাম্য হারাতে বসেছে।

http://www.anandalokfoundation.com/