13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সংখ্যালঘুদের দেশ ছেড়ে পালানো নয়, একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে -কালীপ্রদীপ চৌধুরী

Link Copied!

বাংলাদেশের সংখ্যালঘুদের দেশ ছেড়ে কোথাও পালানো চলবে না, অধিকার আদায়ে লড়তে হবে। সংখ্যালঘুদের একতাবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছেন কে পি সি গ্রুপ চেয়ারম্যান ডঃ কালী প্রদীপ চৌধুরী। একতাবদ্ধ হয়ে প্রতিরোধ

২৬শে অক্টোবর ২০২৪(শনিবার) ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস শহরের চার্চ অব সায়েন্টোলজি অডিটোরিয়ামে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখা ও হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি’র উদ্যোগে বাংলাদেশে সংখ্যালঘু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সম্প্রদায়ের উপর চলমান নিপীড়নে করণীয়’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

সম্মেলনের বাংলাদেশের সংখ‍্যালঘু অত‍্যাচারের উপর নির্মিত ডকুমেন্টারি ও রিপোর্ট উপস্থাপনা করেন সম্মেলনের বিশেষ অতিথি ডঃ ধীমান দেবচৌধুরী, চেয়ারম্যান, এইচআরবিসিএম যুক্তরাষ্ট্র।

সম্মেলন সভাপতিত্বে ছিলেন শ্রী শ‍্যামল মজুমদার, প্রেসিডেন্ট, BHBCUC, যুক্তরাষ্ট্র ক‍্যালিফোর্নিয়া উইং। সম্মেলন সঞ্চালনায় ছিলেন স্বামী শুভানন্দপুরী পুরী মহারাজ, সেক্রেটারি জেনারেল, BHBCUC, যুক্তরাষ্ট্র ক‍্যালিফোর্নিয়া উইং এবং CEO, CA TV AMERICA।
বিশ্বব্যাপী এই সম্মেলনের প্রচার ও গ্লোবাল লাইভ কভারেজ সমন্বয় করেন পঙ্কজ সূত্রধর, ভারত।

গুরুত্বপূর্ণ এই সম্মেলনের পৃষ্ঠপোষক ছিল Bajrangbali Security & Executive Protection Services, USA। সম্মেলনের সহ-আয়োজক হিসেবে ছিল ওয়ার্ল্ড হিন্দু ফেডারেশন যুক্তরাষ্ট্র চ্যাপ্টার ও ওয়ার্ল্ড বুদ্ধিস্ট ফেডারেশন, যুক্তরাষ্ট্র।

বিকেল সাড়ে ৫টায় সম্মেলনের অংশগ্রহণকারীদের রেজিষ্ট্রেশন, অতিথি অভ্যর্থনা, চা চক্রের মাধ্যমে সম্মেলনে জনসমাবেশ ঘটতে থাকে। বিকেল ৬টার সময় প্রদীপ প্রজ্জ্বলন ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন উপস্থিত সকল ধর্মগুরুবৃন্দ এবং ভার্চুয়ালি যুক্ত হন এটর্নী অশোক কে কর্মকার, চেয়ারম্যান, BHBCUC USA Governing Body। শুরুতে সম্মিলিতভাবে আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশনা করেন বেঙ্গলী আমেরিকান নতুন প্রজন্ম । উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানমালায় ছিলেন পণ্ডিত সুবীর অধিকারী (তবলা), রোজী দত্ত ( রাগপ্রধান বাংলা), অন্বেষা চক্রবর্তী (সেতার) স্নেহাশীষ ঘোষ (তবলা), আদিবাসী চাকমা জনগোষ্ঠীর লোকজ সাংস্কৃতিক পরিবেশনা ও স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সম্মেলনের মূল সেশন শুরু হয় যা সঞ্চালনা করেন স্বামী শুভানন্দ পুরী মহারাজ। বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের ধারাবাহিকভাবে লিপিবদ্ধ তথ্য, প্রতিবেদন, ডকুমেন্টারি ও আলোচনা সেশন যথাক্রমে সরাসরি এবং ভার্চুয়ালি পরিচালিত হয় যা CA TV Global এর অনলাইন প্ল্যাটফর্মে সরাসরি সম্প্রচারিত হয়। সেশনে অংশগ্রহণ করেন স্থানীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

সম্মেলনের সভাপতি শ্যামল মজুমদারের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়। অনুষ্ঠানটি ইংরেজিতে রূপান্তর করেন অন্বেষা চক্রবর্তী।

Minorities should not flee the country, unite and build resistance -Kali Pradip Chaudhuri

http://www.anandalokfoundation.com/