বিএনপি ও জামায়াতের চলমান অবরোধ কর্মসূচী প্রতিহত করতে রাজপথ দখলে রেখেছেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ। রোববার সকাল থেকে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধ প্রতিহত করতে ঝিনাইদহ -৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের নিদের্শনা মোতাবেক সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগসহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেই।
পরে দুপুরে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফের নেতৃত্বে কয়েকশ মোটরসাইকেল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে মহড়াদেয়। এসময় ইপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানী, মহিলা ভাইচ চেয়ারম্যান শাহানাজ পারভিন, জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক গোলাম রসুল, পৌর যুবলীগের আহবায়ক শফিকুজ্জামান রাসেল, যুগ্ন অহবায়ক ছাকাওয়াত হেসেন, সাবেক সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মশিউর রহমান নয়ন, পৌর কাউন্সিলর সজল, সেন্টু, কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসরাইল হোসেন, সাবেক সাধারন সম্পাদক মনির হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রিয়াজ মোল্ল্যা, জুয়েল রানাসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
মোটরসাইকেল মহড়া শেষে কালীগঞ্জ মেইন বাসস্ট্যাান্ডে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, সন্ত্রাসী দল বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। প্রতিনিয়ত যানবাহনে আগুণ দিচ্ছে। তারা দেশের উন্নয়ন দেখে সহ্য করতে নাপেরে দেশকে জ¦ালাও পোড়াও করে অশান্তি করার পায়তারা করছে। তাই আমরা কালীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির এই নৈরাজ্য প্রতিরোধে সার্বক্ষণিক মাঠে আছি এবং থাকব।