14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইসকন প্রতিষ্ঠাতার সন্ন্যাসগুরু কেশব গোস্বামী মহারাজ আবির্ভাব দিবস আজ

ডেস্ক
February 9, 2023 11:32 am
Link Copied!

শ্রীগৌড়ীয় বেদান্ত সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি নিত্যলীলাপ্রবিষ্ট জগদ্‌গুরু ওঁ বিষ্ণুপাদ ১০৮ শ্রী শ্রীমদ্ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ আবির্ভাব দিবস আজ। শ্রীমদ্ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ ১৯৫৯ সালের ১৭ সেপ্টেম্বর ভারতের মথুরার মন্দিরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ(ইসকন) প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দকে সন্ন্যাস দীক্ষা দিয়ে নাম দেন ভক্তিবেদান্ত স্বামী।

শ্রী শ্রীমদ্ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ ১৩০৪ বঙ্গাব্দ ১২ই মাঘ সোমবার কৃষ্ণ তৃতীয়া তিথিতে ধন্য করিয়া বরিশাল বানারীপাড়া সুপ্রসিদ্ধ ভূম্যধিকারী পরমভাগবত শ্রীযুক্ত শরৎচন্দ্র গুহঠাকুরতা এবং শ্রীমতি ভুবনমোহিনী দেবীকে জনক জননীরূপে স্বীকার করে এ জগতে আবির্ভূত হন। বাল্যকালে নাম ছিল বিনোদবিহারী। চারি ভ্রাতার মধ্যে ইনি দ্বিতীয় ছিলেন। জেষ্ঠভ্রাতা শ্রীপ্রমোদ বিহারী যিনি গৌড়ীয় মিশনের প্রেসিডেন্ট আচার্য্য ত্রিদণ্ডিস্বামী শ্রীশ্রীমদ্ভক্তিকেবল ঔড়ুলোমী মহারাজ।

শ্রীবিনোদবিহারী পাঠশালা ও উচ্চ ইংরেজী বিদ্যালয়ের শিক্ষা সমাপ্ত করিবার পর উত্তরপাড়া কলেজে ভর্তি হন। কলেজে অধ্যয়ন কালে ১৯১৫ সালে তিনি তাঁহার কুলগুরু শ্রীমৎ বিজয়কৃষ্ণ গোস্বামীর অষ্টাঙ্গ যোগপুষ্ট নবীণ-ব্রাহ্ম-মতালম্বী-নির্ব্বিশেষ বিচার পরিত্যাগপূর্বক শ্রীধাম মায়াপুরে সদ্‌গুরুর পদাশ্রয় করেন। ১৯১৯ সালে তিনি জগদগুরু ওঁ বিষ্ণুপাদ শ্রীশ্রীমদ্ভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভূপাদের নিকট সম্পূর্ণ আনুগত্যজগদ্‌গুরু ওঁ বিষ্ণুপাদ ১০৮ শ্রী শ্রীমদ্ভক্তি-বৃজগদ্‌গুরু ওঁ বিষ্ণুপাদ ১০৮ শ্রী শ্রীমদ্ভক্তিদ্ধিতে দীক্ষিত হইয়া শ্রীচৈতন্যমঠ ব্রজপত্তনে স্থায়ীভাবে অবস্থানপূর্বক তাঁহার নিকট ধর্মতত্ত্ব ও শাস্ত্র সিদ্ধান্ত সম্বন্ধে শিক্ষালাভ করেন। তাঁহার গুরুপ্রদত্ত ব্রহ্মচারী নাম উপদেশক পণ্ডিত শ্রীবিনোদবিহারী ব্রহ্মচারী কৃতিরত্ন।

একসময় প্রজাগণের নিকট হইতে মহাপ্রভুর সেবার নিমিত্ত মঠ-মিশনের প্রাপ্য অর্থাদি আদায় করা অসম্ভ হইয়া পড়িয়াছিল। তখন শ্রীবিনোদবিহারীকে চৈতন্যমঠ তথা শ্রীল সরস্বতী ঠাকুরের প্রতিষ্ঠিত যাবতীয় শাখাসমূহের ভূসম্পত্তি সংরক্ষণের দায়িত্ব প্রদাঙ্করিয়া শ্রীল প্রভুপাদ নিশ্চিন্ত হইতে পারিয়াছিলেন।

গুরুসেবৈকনিষ্ট কৃতিরত্ন প্রভুর ঐকান্তিক প্রচেষ্টায় খাজনাদি আদায় হইবার পর সুষ্ঠুভাবে সেবাদি চলিতে থাকে। মঠবাস-জীবনে প্রথমদিকে এমনই অভাব ছিল যে, অন্নের পরিমাণ কমাইয়া সবজি দ্বারা কোনরূপে উদরপূর্তি করিয়াও তাঁহারা গুরুসেবা-নিষ্ঠা প্রদর্শন করিয়াছেন। শ্রীচৈতন্যমঠ ও পরবর্তীকালে বাগবাজার গৌড়ীয় মঠ প্রতিষ্ঠিত হইবার পরও শ্রীপরমানন্দ বিদ্যারত্নপ্রভু প্রভৃতি মুষ্টিমেয় যে কয়েকজনকে শ্রীল প্রভুপাদ তুমি বলিয়া সম্ভোধন করিতেন, শ্রীবিনোদবিহারী তাঁহাদের অন্যতম।

শ্রীল সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ ১৯৩৭ সালের ১ জানুয়ারি অপ্রকট-লীলা-আবিস্কারের পর গৌড়ীয় মঠ-মিশনে নানাপ্রকার গণ্ডগোল উপস্থিত হয়। ১৯৪০ সালে বাগবাজারের অন্তর্গত ৩৩/২ বোসপাড়া লেনস্থ ভাড়া বাড়ীতে বৈশাখী-তৃতীয়া দিবসে শ্রীগৌড়ীয় বেদান্ত সমিতি স্থাপন করেন। ১৯৪১ সালের ভাদ্র মাসের পূর্ণিমা তিথিতে গৌরসুন্দরের সন্ন্যাস ক্ষেত্র কাটোয়া-নগরীতে শ্রীল প্রভুপাদের অনুগৃহীত ত্রিদণ্ডি যতি পরমপূজনীয় শ্রীমদ্‌ ভক্তিরক্ষক শ্রীধর মহারাজের নিকট সন্ন্যাস গ্রহণ পূর্বক ত্রিদণ্ডি স্বামী শ্রীমদ্ভক্তিপ্রজ্ঞান কেশব মহারাজ নামে পরিচিত হন।

সন্ন্যাস গ্রহণের পর শ্রীল কেশব গোস্বামী ভাড়াগৃহে অবস্থিত নবদ্বীপস্থ নিজমঠ শ্রীদেবানন্দ গৌড়ীয় মঠ প্রবর্ত্তন করেন ও ভারতের বিভিন্ন প্রদেশে শ্রীচৈতন্য মহাপ্রভুর আচরিত বিমল প্রেমধর্মের কথা বিতরণ করিতে থাকেন।

১৯৪৩ সালে চূচূড়া শহরে তৎকর্তৃক শ্রীউদ্ধারণ গৌড়ীয় মঠ স্থাপিত হয়। এইরূপে ভারতের বিভিন্ন স্থানে ক্রমে ক্রমে মথুরায়  শ্রীকেশবজী গৌড়ীয় মঠ, বর্ধমানে শ্রীসিদ্ধবাটী গৌড়ীয় মঠ, ধুবড়ী শ্রীগোলকগঞ্জ গৌড়ীয় মঠ, মেদিনীপুর পিছলদা গৌড়ীয় মঠ, বালেশ্বর শ্রীগোপালজী গৌড়ীয় প্রচার কেন্দ্র, কোকঝাড় শ্রীবাসুদেব গৌড়ীয় মঠ প্রভৃতি স্থাপনপূর্বক শ্রীগুরু-গৌরাঙ্গ-রাধা-বিনোদবিহারীজীউর সেবা প্রকাশ করেন।

জগদগুরু শ্রীল প্রভুপাদের অনুষ্ঠিত ৮৪ ক্রোশ ব্রজমন্ডল পরিক্রমার বহুকাল পরে তিনিই প্রথম ১৯৪৪ সাল হইতে বিরাট  আকারে শ্রীব্রজমন্ডল, ক্ষেত্রমন্ডল, বারাণসী, বৈদ্যনাথ, দ্বারকা, অযোধ্যা-নৈমিষারণ্য, সেতুবন্ধ-রামেস্বর, কন্যাকুমারী, ত্রিবান্দ্রম, শ্রীরঙ্গম, শিবকাঞ্চী-বিষ্ণুকাঞ্চী, মহাবলী-পুরম্‌, পক্ষীতীর্থ, অবন্তিকা-নাসিক, কেদারনাথ, বদ্রীনাথ প্রভৃতি ভারতীয় তীর্থস্থানাদি দর্শন ও পরিক্রমামুখে তথায় উর্জ্জব্রতাদি পালন করিয়াছেন।

শ্রীল সরস্বতী ঠাকুরের প্রবর্ত্তিত নবদ্বীপ ধাম পরিক্রমা ও শ্রীগৌর-জন্মোৎসবাদি বন্ধ হইবার পর শ্রীল বিনোদ ঠাকুর তাহা পুনরায় বিরাটভাবে আরম্ভ করিয়াছিলেন, যাহা আজও একইভাবে অনুষ্ঠিত হইয়া আসিতেছে।

ওঁ বিষ্ণুপাদ ১০৮ শ্রী শ্রীমদ্ভক্তিসিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অন্তরঙ্গ প্রিয়পার্ষদ আচার্য্য-কেশরী ওঁ বিষ্ণুপাদ ১০৮ শ্রী শ্রীমদ্ভক্তিপ্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ ১৩৭৫ বঙ্গাব্দের ১৯ আশ্বিন রবিবার(৬ অক্টোবর ১৯৬৮) শ্রীকৃষ্ণের রাসপূর্ণিমা তিথিতে স্বীয় চরণাশ্রিত সেবকবৃন্দ, সতীর্থ সন্ন্যাসী-ব্রহ্মচারি-গৃহস্থভক্ত ও গুণমুগ্ধ সজ্জনগনকে বিরহ সাগরে নিমজ্জিত করিয়া নিজাভিষ্ট শ্রীশ্রীরাধা বিনোদবিহারীজীউর সায়ংকালীন নিত্যলীলায় প্রবিষ্ট হন।

http://www.anandalokfoundation.com/