14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজকের দিনে জেনে নিন আপনার জন্য কি পরামর্শ

ডেস্ক
March 15, 2023 8:23 am
Link Copied!

আজকের রাশিফল বুধবার ১৫ মার্চ ২০২৩:: চন্দ্র ধনু রাশিতে সঞ্চার করবে, পাশাপাশি আজ সূর্য মীন রাশিতে প্রবেশ করছে। এর ফলে মীন রাশিতে আগে থেকে উপস্থিত বৃহস্পতির সঙ্গে সূর্যের যুতি তৈরি হবে। এর ফলে আজকের দিনটি তুলা ও ধনু রাশির জাতকদের জন্য অত্যন্ত লাভজনক। তবে কিছু কিছু রাশির জাতকদের সতর্ক থাকতে হবে। আমাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গীই ঠিক করে দেয় জীবনযুদ্ধে জয়ী হবে কে। জেনে নিন আজকের দিনে আপনার জন্য কি পরামর্শ

মেষ রাশিফল (Aries Horoscope)​: মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি সাধারণ কাটবে। বাড়িতে হঠাৎই অতিথি আগমন হতে পারে। কোনও যাত্রার পরিকল্পনা করে থাকলে, তার দ্বারা লাভান্বিত হবেন। তবে কর্মক্ষেত্রে সতর্ক থাকতে হবে এই রাশির জাতকদের। আধিকারিকের সঙ্গে বিবাদে জড়াবেন না। তা না-হলে কষ্ট বাড়তে পারে। ছাত্রদের মন বিচলিত হবে। পড়াশোনায় মনোনিবেশ করতে পারবেন না।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ আজ ৮৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। প্রতিদিন সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​: আজ বৃষ রাশির জাতকরা জীবনসঙ্গীর সঙ্গে আনন্দপূর্ণ সময় কাটাবেন। ব্যবসায় সতর্ক থাকুন, তখনই লাভ অর্জন করতে পারবেন। ভৌতিক সুখ সাধনে বৃদ্ধি হবে। আজ শুভ ফলাফল লাভ করবেন এই রাশির জাতকরা। দৃঢ়তার সঙ্গে অন্যের সামনে নিজের কথা পেশ করবেন। পৈতৃক সম্পত্তির কারণে পরিূবারে বিবাদ বা মতভেদ হতে পারে। এ সময়ে নিজের বাণীতে নিয়ন্ত্রণ রাখা জরুরি। বাবা ও বরিষ্ঠদের পরামর্শে লাভ হবে। নতুন কিছু করার ইচ্ছা বাড়বে।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। শিবের অভিষেক করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​: মিথুন রাশির জাতকদের আজকের দিনটি ব্যবসার জন্য অত্যন্ত ভালো। নতুন পরিকল্পনা তৈরিতে অধিকাংশ সময় ব্যয় করবেন। আয় ভালো হবে। ঋণ মুক্ত হওয়ার চেষ্টা করবেন অথবা ঋণের বোঝা কম করবেন। সন্তানের তরফে পূর্ণ সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতক। কোনও বন্ধুর সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। ধৈর্য ধরুন ও সংযমী হন। চাকরির খোঁজে রয়েছেন যে মিথুন জাতক তাঁদের আরও ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। অনাবশ্যক ব্য়য় এড়িয়ে যান। জীবনসঙ্গীকে খুশি করার জন্য কোনও উপহার কিনতে পারেন।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। দুর্গা চালিসা পাঠ করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​: কর্কট রাশির জাতকরা আজ সারাদিন ধর্মীয় কাজে কাটিয়ে দেবেন। এতে আপনার কিছু অর্থ ব্যয় হবে। তবে মনে আনন্দ থাকবে। মান-সম্মান বৃদ্ধি হবে। সুখ-সমৃদ্ধি বাড়বে। মা-বাবার আশীর্বাদ পাবেন এই রাশির জাতক। ভাই-বোনকে পরামর্শ দিতে পারেন। এটি তাঁদের জন্য লাভজনক প্রমাণিত হবে। প্রেম জীবনের জন্য আজকের দিনটি অনুকূল। সম্পর্ক মজবুত হবে।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। শিবলিঙ্গে দুধ নিবেদন করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকরা আজ সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময় কোনও রাজনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কাটাবেন। এর ফলে মন হাল্কা হবে। কর্মক্ষেত্রে পরিস্থিতি অনুকূল থাকবে। বিরোধীরা মজবুত হতে পারে। তাঁদের থেকে সতর্ক থাকুন। ভালো ভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিলে আপনারই লাভ হবে। তাড়াহুড়োয় কোনও সিদ্ধান্ত নেবেন না। চাকরি পরিবর্তনের কথা চিন্তাভাবনা করে থাকলে ভাগ্যের সঙ্গ পাবেন। বাবার স্বাস্থ্য দুর্বল হবে।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গোরুকে সবুজ ঘাস খাওয়ান।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​: কন্যা রাশির জাতকদের আজকের দিনটি স্বস্তিদায়ক। গত কিছু সময় ধরে যে সমস্যা চলছিল, তার সমাধান হবে আজ। পুরনো সমস্ত বিবাদ সমাধান হয়ে যেতে পারে। পরিবারে শুভ অনুষ্ঠান আয়োজিত হবে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। ব্যয় কমবে। গাড়ি কেনার ইচ্ছা পাকা করবেন আপনি। পরিবারে কোনও কারণে শত্রুতা বৃদ্ধি পেতে পারে। আত্মীয়রা আপনার প্রতি ঈর্ষান্বিত থাকতে পারেন। তবে চিন্তা করবেন না, কারণ তাঁরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। জীবনসঙ্গীর পরামর্শে পারিবারিক ব্যবসা অগ্রসর হবে।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ আজ ৯৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গ দেবে। অশ্বত্থ গাছে দুধ মিশ্রিত জল নিবেদন করুন।

তুলা রাশিফল (Libra Horoscope)​: তুলা রাশির জাতকদের আজকের দিনটি চাকরিজীবী জাতকদের অধিকার বৃদ্ধি করবে। আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন। এই রাশির ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো। ভালো পরিমাণে মুনাফা অর্জন করতে পারেন এই রাশির জাতক। মোটের ওপর ধন বৃদ্ধি হবে। পরিজনদের সঙ্গে শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন এই রাশির জাতকরা। ছাত্ররা পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিন। তা না-হলে ভালো নম্বর করতে পারবেন না।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​: বৃশ্চিক রাশির জাতকরা আজ এমন কোনও ব্যক্তির সঙ্গে দেখা করবেন, যার সঙ্গে বহুদিন ধরে সাক্ষাতের পরিকল্পনা করছেন। কাছের বা দূরের যাত্রা করতে পারেন। এর ফলে পরিবারের সদস্যরা অত্যন্ত প্রসন্ন থাকবেন। আজ নিজের খাওয়া-দাওয়ায় নিয়ন্ত্রণ রাখতে হবে এই রাশির জাতকদের। এমন না-করলে পেটের গণ্ডগোল দেখা দিতে পারে। সন্তানের ভবিষ্যতের কারণে চিন্তিত থাকবেন।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ আজ ৬৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বিষ্ণুর আরাধনা করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​: নতুন পরিকল্পনা কার্যকরী করার জন্য আজকের দিনটি খুব ভালো। ব্যবসায় নতুন প্রকল্পের সূচনা হবে। ভবিষ্যতে এর দ্বারা লাভান্বিত হবেন ধনু রাশির জাতকরা। আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সময় কোনও বিশেষ আলোচনায় কাটাবেন। আজ আপনারা আধ্যাত্মিক জ্ঞান লাভের মধ্যে দিন কাটাবেন। পূজার্চনায় রুচি বাড়বে।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ ভাগ্য আজ ৭৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​: মকর রাশির জাতকরা আজ টাকা পয়সার লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। আজ ভাগ্যের পূর্ণ সঙ্গ পাবেন না। কারও ওপর চোখ বন্ধ করে ভরসা করবেন না। যদিও শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না। কোনও কারণে মানসিক দুশ্চিন্তায় ভুগতে পারেন এই রাশির জাতক। তাই নিজের যত্ন নিন। আজকের দিনটি পড়ুয়াদের জন্য খুবই ভালো। পরিশ্রমের ফল পাবেন তাঁরা। পারিবারিক ব্যবসায় জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করবেন।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ ভাগ্য আজ ৮৯ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। সরস্বতীর পুজো করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​: কুম্ভ রাশির জাতকরা আইনি মামলায় শ্রেষ্ঠ ফলাফল লাভ করবেন। আটকে থাকা কাজ পূর্ণ হবে। ব্যবসায় নিজের কথা অন্যের সামনে প্রকাশ করতে পারবেন। সকলে আপনার কথা শুনে চলবে, এর ফলে আপনাদের মান-সম্মান বৃদ্ধি হবে। কোনও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ পাবেন এই রাশির জাতক। জীবনসঙ্গীকে ঘোরাতে নিয়ে যেতে পারেন।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ ৮৪ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণের পুজো করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​: মীন রাশির জাতকরা আজ অসম্পূর্ণ কাজ পূর্ণ করার সুযোগ পাবেন। বাড়ি কেনার পরিকল্পনা করে থাকলে, কোনও বরিষ্ঠ ব্যক্তির পরামর্শ নিতে ভুলবেন না। দাম্পত্য জীবনে আনন্দ দেখা দেবে। ব্যবসায় উন্নতি হবে, এর ফলে মনে আনন্দের ঢেউ উঠবে। ছাত্র-ছাত্রীরা মানসিক সমস্যা থেকে মুক্তি পাবেন। সন্ধ্যা নাগাদ সুসংবাদ পেতে পারেন। পুরনো বন্ধুর সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।

এই রাশির জাতকদের জন্য আজকের পরামর্শঃ আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। লক্ষ্মীকে পায়েসের ভোগ নিবেদন করুন।

http://www.anandalokfoundation.com/