14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়া ও গৌরনদীতে দূর্নীতি প্রতিরোধে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত

Link Copied!

’’দুর্নীতির বিরুদ্ধে তারুণের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই শ্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আগৈলঝাড়া উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক অবঃ লিয়াকত আলী হাওলাদারের সভাপতিত্বে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য লিউনি শিখ’র সঞ্চালানায় বক্তব্য রাখেন গৈলা ইউপি’র সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন লাল্টু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহাবুবুর রহমান, ওসি (তদন্ত) সুশংকর রায়, ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি রাসেল সরদার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম.এ. মন্নানসহ অন্যান্যরা।

অপরদিকে গৌরনদী উপজেলা চত্বরে মানববন্ধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহীঅফিসার মোঃ আবু আবদুল্লাহ খান। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতিপ্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার শাহ আলম মঞ্জু।

http://www.anandalokfoundation.com/