14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আ.লীগ নেতাকে বাঁচাতে ইউএনওর আদালতে অসম্পূর্ণ প্রতিবেদন দাখিলের অভিযোগ

Link Copied!

মাদারীপুরের ডাসারে আওয়ামীলীগ নেতাকে বাঁচাতে আদালতে  অসম্পূর্ণ প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে ডাসার উপজেলা ইউএনওর বিরুদ্ধে।
বৃহস্পতিবার(২২ মে) বিষয়টি নিশ্চিত করেন,ডাসার উপজেলার দুই সাংবাদিক ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম ও ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান আজাদ। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই দুই সাংবাদিক।
সরজমিন ও অনুসন্ধানে জানাগেছে, ডাসার উপজেলার ৩৩ নং ধামূসা মৌজার ১ নং খতিয়ানে বিআরএস ৭২১ নং দাগে ও নকশায় সরকারি খালের অবস্থান ছিল।কালক্রমে সরকারি খালের জায়গা অবৈধভাবে ভরাট ও দখল করে একাধিক দোকানসহ স্থাপনা নির্মাণ করে ভাড়া দেন দখলদার ডাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক কালকিনি উপজেলার আওয়ামী যুবলীগ নেতা সৈয়দ বেলায়েত হোসেন। নতুন করে খালের জায়গা ভরাট করে অবৈধ স্থাপনা নির্মাণ করেন ঠিকাদার সৈয়দ শাহআলম।ব্যক্তি মালিকানায় সরকারি খাল দখলে যাওয়ায় এলাকাবাসীর মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
কৃষি প্রধান এলাকা হওয়ায় পানির প্রবাহ ঠিক রাখতে ও সরকারি খাল দখলমুক্ত করতে ইতিমধ্যে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে দুই ভূমিদস্যুর বিচার চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছিলেন এলাকাবাসী। সরকারি জায়গা অবৈধ স্থাপনা নির্মাণ নিয়ে ধারাবাহিকভাবে একাধিক সংবাদ প্রকাশ করেন, দুই সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলাম  ও সাংবাদিক আতিকুর  রহমান আজাদসহ একাধিক গণমাধ্যম কর্মী। এরপরেই সংবাদ প্রকাশের জেড়ে নিজেদের অপরাধ ঢাকতে দুই দখলদার ঠিকাদার সৈয়দ শাহআলম ও সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক কালকিনি আওয়ামী যুবলীগ নেতা সৈয়দ বেলায়েত হোসেন পাথুরিয়ারপাড় সংবাদ সম্মেলন করেন,এসময় সংবাদ সম্মেলনে, প্রকাশিত সংবাদকে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন দাবী করেন এবং  দুই সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলাম ও আতিকুর রহমান আজাদের নাম  উল্লেখ করে তাদের বিরুদ্ধে মানহানিকর বক্তব্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।
এঘটনায় ওই দুই সাংবাদিক ফেসবুকে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন অপপ্রচার করে হেয়প্রতিপন্ন করার ঘটনায় ক্ষুব্ধ হয়ে গত ৮ এপ্রিল মাদারীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে  সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন এর নামে দুই কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন।মামলার অনুসন্ধানী প্রতিবেদন দাখিলের জন্য আদালত ডাসার উপজেলা ইউএনও সাইফ-উল আরেফীনকে বলা হয়।
এরপরে ২৩ এপ্রিল সরজমিনে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীনের উপস্থিততে মাদারীপুর ডিসি অফিসের কানুনগো সনাতন কর্মকার,সার্ভেয়ার মো.মহিউদ্দিন, উপজেলা সার্ভেয়ার সামচুল আলম,ডাসার ইউনিয়ন তহশিলদার মো.ইলিয়াস হোসেন,চেইনম্যান সরকারি খালের জায়গা আংশিক মেপে নিউজের সত্যতা পান।কিন্তু প্রায় এক মাস অতিবাহিত হওয়ার পরে অবৈধ দখলদার সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক আওয়ামী কালকিনি উপজেলা যুবলীগ নেতা  সৈয়দ বেলায়েত হোসেনের দখলে থাকা জায়গার সীমানা নির্ধারণ না করে গত ২১ মে ডাসার উপজেলা ইউএনও আদালতে একটি অসম্পূর্ণ প্রতিবেদন দাখিল করেন।এছাড়াও সরকারি সম্পত্তি উদ্ধারে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের নাম উল্লেখ করে  সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার করে মানহানি করা হয়েছে তা ইউএনও আদালতের অনুসন্ধানী প্রতিবেদনে উল্লেখ করেন নি তিনি।
এবিষয়ে সাংবাদিক আতিকুর রহমান আজাদ বলেন,ডাসারে পানি নিষ্কাশনের সরকারি খালের জায়গা ভরাট করে অবৈধ দুই দখলদার স্থাপনা নির্মাণ করেন।এনিয়ে নিউজ প্রকাশ করা হলে ঠিকাদার সৈয়দ শাহআলম ও আওয়ামী যুবলীগ নেতা সৈয়দ বেলায়েত হোসেন জনস্বার্থে একটি বস্তুনিষ্ঠ সংবাদকে প্রশ্নবিদ্ধ করতে এবং সাংবাদিকদের কন্ঠ রোধ করতে সংবাদ সম্মেলনে প্রকাশিত সংবাদ নিয়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন অপপ্রচার করে।যা মানহানিকর।এই বিষয়ে বিজ্ঞ আদালতে মানহানি মামলা করা হয়েছে।সেই অনুসন্ধানী প্রতিবেদনে আওয়ামী  যুবলীগ নেতা সৈয়দ বেলায়েত হোসেনকে বাঁচাতে আদালতে  আংশিক প্রতিবেদন দাখিল করেন ইউএনও।এর তীব্র নিন্দা জানাই।এদিকে মাস পেরিয়ে গেলেও কাঁঠালতলা বাজারে  সরকারি খালের জায়গা সম্পূর্ণ সীমানা নির্ধারণ না করায় স্থানীয় কৃষকরা ক্ষোভ প্রকাশ করেন।তারা দ্রুত খাল দখলমুক্ত করার জোর দাবী জানান।
এব্যাপারে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন বলেন,আংশিক প্রতিবেদন  দেওয়া হয়নি।প্রতিবেদনে সব উল্লেখ করা হয়েছে।কেউ যদি প্রতিবেদনে নিয়ে সন্তুষ্ট না হন আদালতে নারাজি দিতে পারেন।আদলতের নির্দেশনা দিলে পরবর্তী  প্রতিবেদন দাখিল করা হবে।
http://www.anandalokfoundation.com/