বরিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সেবা নিতে আসা লোকজনের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় ও নিয়মিত কর্মস্থলে উপস্থিত না হয়ে অফিস ফাঁকি দেয়া তিন কর্মচারীকে মৌখিকভাবে সতর্ক করার পাশাপাশি শোকজ করা এবং স্থানীয় এক যুবদল নেতার অবৈধ বালু কাটা ড্রেজার মেশিনে অভিযান পরিচালনা করায় ইউএনওকে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর কার্যালয় ও অফিসের একাধিক কর্মচারী সূত্রে জানা গেছে, ৫ আগষ্টের পর আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারী মতিউর রহমান ৬৮ দিন কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসার তাকে শোকজ করেন। এতে ইউএনও’র প্রতি ক্ষিপ্ত হয় মতিউর। একইভাবে অফিস সহায়ক আমীর আলী ও বিলকিস আক্তার অফিস ফাঁকি দেয়ার পাশাপাশি সেবা গ্রহীতাদের কাছ থেকে অবেধভাবে উৎকোচ আদায় করে আসছিলো। বিষয়টি সেবা গ্রহিতারা ইউএনওকে জানানোর পর তাদেরকে শোকজ করা হয়।
অফিসের একাধিক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে অফিস সহকারী মতিউর রহমানের ক্ষমতার দাপটে অফিসের কর্মচারীরা থাকতো তটস্থ। ৫ আগষ্ট আওয়ামী লীগ সরকার পতনের পর অফিস থেকে পালিয়ে যায় এই মতিউর। সেই মতিউর আবার স্থানীয় এক যুবদল নেতার ছত্রছায়ায় অফিসে দাপট দেখাতে শুরু করেছে।
তারা আরও জানিয়েছেন, গত কয়েকদিন পূর্বে আগৈলঝাড়া যুবদল নেতা হেমায়েত তালুকদারের অবৈধ বালু উত্তেলনের ড্রেজারে অভিযান পরিচালনা করে অর্ধ লাখ টাকা জরিমানা করেন ইউএনও। এতে ইউএনও’র ওপর ক্ষিপ্ত হয় হেমায়েত তালুকদার। এসব ঘটনাকে কেন্দ্র করে ইউএনও’র বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে ওই তিন অফিস কর্মচারীসহ যুবদল নেতা হেমায়েত।
কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়ে জানতে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মতিউর রহমানের ০১৭২৯৪০৮৯২৭ নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যায়নি। তবে যুবদল নেতা হেমায়েত তালুকদার অফিস কর্মচারীদের এ অভিযোগ সাংবাদিকদের কাছে অস্বীকার করেছেন।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন জানান, অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি অফিস কর্মচারীদের অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এবং স্থানীয় এক অবৈধ ড্রেজার ব্যবসায়ী কর্তৃক ভূগর্ভস্থ বালু উত্তোলনের ঘটনায় অভিযান দেওয়ায় তারা সম্মিলিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।
বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, একজন কর্মচারী তার অফিস প্রধানের বিরুদ্ধে মিডিয়ায়র সামনে খোলামেলা এরকম বক্তব্য দিতে পারে না। কোন অভিযোগ থাকলে তা তাকে জানাতে পারতো। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
গত কয়েকদিনে ইউএনও অফিসের সংশ্লিষ্ঠ কর্মচারীরা বিভিন্ন্ মিডিয়ায় ইউএনও ফারিহা তানজিনের বিরুদ্ধে বিভিন্ন বক্তব্য দিয়ে আসছিল। যা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশের পরে প্রশাসনসহ জনমনে তীব্র ক্ষেব ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।