14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অফিসার্স ক্লাব ঢাকার বাৎসরিক মেজবান অনুষ্ঠিত

Link Copied!

সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের পরিবারেরসদস্যদের জন্য চট্টগ্রামের ঐতিহ্যবাহীমেজবানের আয়োজন করেছে অফিসার্স ক্লাব, ঢাকা।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরেরাজধানীর রমনা এলাকার বেইলিরোডে অবস্থিত অফিসার্স ক্লাবে এই মেজবানের আয়োজনকরা হয়। মেজবান অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রীপরিষদ সচিব ও ক্লাবচেয়ারম্যান মো. মাহবুব হোসেন।আয়োজনে সভাপতিত্ব করেন যুব ওক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ক্লাবসাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব তোফাজ্জল হোসেনমিয়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাহ উদ্দিনচৌধুরী, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীর, ডাক ও টেলিযোগাযোগসচিব আবু হেনা মোরশেদজামান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিবমোহাম্মদ মাসুদ, সড়ক ও পরিবহনমন্ত্রণালয়ের সচিব আমিন উল্লাহনূরী, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবজাহাঙ্গীর আলম, বাংলাদেশ পাবলিকসার্ভিস কমিশন পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসেনসহ আরও অনেকে।

ক্লাব কর্তৃপক্ষ জানান, প্রতি বছর ক্লাব সদস্যও তাদের পরিবারের জন্য এই ধরনেরমেজবানের আয়োজন করা হয় তবেকরোনা মহামারির কারণে গত তিন বছরমেজবান আয়োজন করা সম্ভব হয়নি।২০১৯ সালের পর আবার এইআয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, চট্টগ্রামেরঐতিহ্যবাহী মেজবান রান্না করা হয়েছে। বসুন্ধরাগ্রুপের সৌজন্যে আয়োজিত এবারের আয়োজনে ক্লাব সদস্য ও তাদের পরিবারেরসদস্য মিলে মোট সাতহাজার মানুষের জন্য বিশেষ এইখাবার তৈরি করা হয়েছে।

মেজবান অনুষ্ঠানে স্পন্সর করে পাশে থাকারজন্য মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ক্লাবের পক্ষে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানোহয়।

http://www.anandalokfoundation.com/