সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় শরীয়তপুর জজ ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসী এ কনফারেন্সের আয়োজন করেন।
কনফারেন্সে ৬টি বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ কর্মকর্তাগণ বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করে। উপস্থিত আইনজীবীগণও তাদের স্বপক্ষে বক্তব্য রাখেন। সভার সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এহসানুল হক পুলিশ-আইনজীবীদের বক্তব্যের সমাধান দিতে সক্ষম হন।
পুলিশ-ম্যাজিস্ট্রেসী কনফারেন্সে উপস্থিত ছিলেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মোঃ মুজাহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সহকারী পুলিশ সুপার সুমন দেব, তানভীর হায়দার শাওন, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, পাবলিক প্রসিকিউটর এডভোকেট মির্জা হযরত আলী, এপিপি এডভোকেট আব্দুল আউয়াল, এডভোকেট হানিফ মিয়া, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ফেরদৌস মিয়া, কোর্ট পুলিশ পরিদর্শক মিজান, পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ খলিলুর রহমান, জাজিরা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম, নড়িয়া থানা অফিসার ইনচার্জ মোঃ ইকরাম আলী, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর চৌধুরী, ভেদরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মেহেদী, গোসাইরহাট থানা অফিসার ইনচার্জ (তদন্ত) ইমদাদ, সখিপুর থানা পুলিশ উপ-পরিদর্শক একরাম প্রমূখ।
এসময় উপস্থিত বিভিন্ন থানা পুলিশ কর্মকর্তাগণ বলেন, মামলা তদন্তের স্বার্থে দ্রুত মেডিকেল সার্টিফিকেট (এমসি) দেন না দায়িত্বরত ডাক্তাররা। যদি কোন ডাক্তার এমসি না দিয়ে বদলী হয়ে যায় তাহলে পরবর্তী ডাক্তারগণ এমসি দিতে তালবাহানা করে। নদী ভাঙ্গন এলাকার সাক্ষি আদালতে হাজির করা খুবই কঠিন তারপরেও আদালতে সাক্ষ্য দিতে আসলে সাক্ষিদের অনেক টাকা খরচ হয়। অনেক সময় সাক্ষির সাক্ষ্য গ্রহণ করা হয় না। কোর্ট পুলিশ পরিদর্শক আবেদন জানান যে সকল মাদকদ্রব্য আটক হয় তার থেকে ফরেন্সী পরীক্ষার জন্য নমুনা রেখে যেন অবশিষ্ট আলামত ধ্বংস করা হয়। মালখানায় জায়গা নাই তাছাড়া মালখানা ঝুঁকিপূর্ণ।
রাষ্ট্র পক্ষ্যের আইনজীবীগণ বলেন, বেশীর ভাগ সাক্ষি স্বইচ্ছায় আদালতে আসে। বেশির ভাগ সাক্ষির সাক্ষ্য গ্রহন করা হয়। অনেক সময় কিছু সাক্ষি শেষ সময়ে আসে তাছাড়া সাক্ষি আসার পরে রাজনৈতিক নেতারা বলে স্থানীয় ভাবে মামলার বিষয় নিস্পত্তি করবে তখন অনিচ্ছা স্বত্বেও সাক্ষি ফেরৎ দিতে হয়।
এ সময় পাবলিক প্রসিকিউটর এড. মির্জা হযরত আলী বলেন, কোন কোন মামলায় অর্ধ শতাধিক আসামী থাকে। এদের মধ্য থেকে একজন পলাতক বা প্রবাসে থাকলে বিনা কারনে মামলাটি কালক্ষেপন হতে থাকে। সেক্ষেত্রে যেন ন্যায় বিচার করা হয়।
সকল বক্তব্য শুনে কনফারেন্সের সভাপতি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ এহসানুল হক পর্যায়ক্রমে সকল সমস্যা সমাধানে উপস্থিতিদের আশ্বস্থ্য করেন।