সৈকত দত্ত, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার গোসাইরহাট বাজার থেকে ১৫শ ৬০ কেজি অবৈধ কারেন্ট জাল আটক করেছে র্যাব। এ সময় তিন কারেন্ট জাল ব্যবসায়ী ইমন সাহা, ছাইদুর রহমান ও মোকলেছুর রহমানদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। আটককৃত কারেন্ট জাল ধ্বংস করা হয়েছে।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮ এর এএসপি সোয়েব আহমেদের নেতৃত্বে গোসাইরহাট বাজারে অভিযান চালানো হয়। তখন অবৈধ কারেন্ট জাল ব্যবসায়ী তিন দোকানে অভিযান চালিয়ে ১৫শত ৬০ কিলোগ্রাম কারেন্ট জাল আটক করা হয়।
গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সগীর হোসেন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিন ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন। তখন জব্দকৃত আলামত ধ্বংসের আদেশ প্রদান করেন। এ সময় গোসাইরহাট থানা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সোহেল ও গোসাইরহাট উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সামাদ উপস্থিত ছিলেন।