হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত এবং আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। ২১ জুলাই মঙ্গলবার রাত ১০টার দিকে নবীগঞ্জ-আউশকান্দি সড়কের ডেবনারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নবীগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি ( হবিগঞ্জ থ-১১-৯১১) এবং আউশকান্দি থেকে আসা একটি পিকআপ ভ্যান ( ঢাকা মেট্রো-ন ১৯-৬৯৯) এর মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন নিহত হন এবং ৪ জন গুরুতর আহত হয়।
নিহত ব্যক্তি হলেন সিলেট জেলার ওসমানীনগর থানার বরকতপুর গ্রামের মৃত কবির মিয়ার পুত্র নূর আলী (৫৫)।
আহত ৪ জন হলেন নবীগঞ্জ উপজেলার সাতাইয়াল গ্রামের আওলাদ মিয়ার ছেলে মাসুম মিয়া (২৫), নবীগঞ্জ উপজেলার ছোট শাকোয়া গ্রামের হারুন মিয়ার ছেলে আবুল হোসেন (২৫), বানিয়াচং থানার নন্দিপাড়া এলাকার সেরুল খানের ছেলে ইয়াজুর হুসেন (২০), সিলেট জেলা ওসমানীনগর থানার রহমতপুর গ্রামের হাছন উল্লার ছেলে আছগর উল্লা মিয়া(৫৬)।
দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিন জনকে রেফার করা হয়।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মো. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় ব্যবহৃত সিএনজি ও পিকআপ আটক করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নবীগঞ্জে সংঘর্ষ নিরসনে শালিস প্রক্রিয়া চলাকালেই ১১৫ জনের বিরুদ্ধে মামলা, শান্তি প্রক্রিয়া ব্যাহত হওয়ার শঙ্কা : জনমনে অস্বস্তি
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ নবীগঞ্জ শহরে সম্প্রতি সংঘটিত ভয়াবহ সংঘর্ষের রেশ না কাটতেই দুইপক্ষের মাঝে শান্তি প্রতিষ্ঠায় প্রশাসনের প্রচেষ্টায় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে শুরু হওয়া শালিস প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। ২২ জুলাই সংঘর্ষে জড়িত একটি পক্ষ নবীগঞ্জ থানায় মামলা দায়ের করা নিয়ে পরিস্থিতি জটিল আকার ধারণ করেছে। জনমনে দেখা দিয়েছে অস্বস্তি।
মঙ্গলবার রাতে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করেন।
জানা গেছে, মঙ্গলবার (২২ জুলাই) রাজনগর গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে জুয়েল মিয়া নবীগঞ্জ শহরের মাছ বাজারে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগে নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এবং চলমান শালিস প্রক্রিয়ার উপদেষ্টা কমিটির সদস্য ছাবির আহমদ চৌধুরীকে। মোট ১১৫ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা নং-১৮ হিসেবে রুজু করা হয়।
এর আগে ১৭ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠন করা হয় ৭ সদস্যের উপদেষ্টা কমিটি ও ২২ সদস্যের শালিস কমিটি। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন। উপস্থিত ছিলেন এএসপি (বাহুবল-নবীগঞ্জ সার্কেল) জহিরুল ইসলাম, বানিয়াচং সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সামিউন,নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামানসহ রাজনৈতিক, সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
কমিটি গঠনের পরদিন ১৮ জুলাই কমিটির সদস্যরা আনমনু ও তিমিরপুর গ্রামে গিয়ে সংঘর্ষে জড়িত পক্ষগুলোর সঙ্গে বৈঠক করেন। উভয়পক্ষই শালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে সম্মতি প্রকাশ করেন এবং ২০ জুলাই চূড়ান্ত মতামত দেন। এতে এলাকায় স্বস্তি ফিরতে শুরু করে এবং জনমনে শান্তি ফিরে আসে।
তবে ঠিক সেই সময়েই মামলার ঘটনায় পরিস্থিতি ঘোলাটে হয়ে ওঠছে। পাশাপাশি প্রতিনিয়ত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিভিন্ন একাউন্ট থেকে পোস্ট ও কমেন্টে উস্কানিমূলক মন্তব্যে সামগ্রিকভাবে শান্তির পরিবেশ ব্যাহত হওয়ার সম্ভবনা সৃষ্টি হয়েছে।
অনেকেই একে উত্তেজনা সৃষ্টির ইন্ধন’ হিসেবে দেখছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, যখন শান্তিপূর্ণ সমাধানের সুযোগ সৃষ্টি হচ্ছিল, তখন মামলা দিয়ে সেই উদ্যোগে বিঘ্ন ঘটানো বৃহত্তর অস্থিতিশীলতার কারণ হতে পারে। তারা দ্রুত মামলা ও শালিস প্রক্রিয়ার মধ্যে সমন্বয়ের আহ্বান জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, মামলা দায়েরের পর শালিস কমিটির পক্ষ থেকে পুলিশকে অনুরোধ জানানো হয় যেন মামলা রুজুর বিষয়ে পুনর্বিবেচনা করা হয়। কারণ এটি শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। তবে পুলিশ প্রশাসন কোনো পরামর্শ না মেনে মামলা রুজু করে।
এ বিষয়ে শালিস কমিটির সদস্য মাওলানা আশরাফ আলী বলেন, “শালিস চলমান অবস্থায় যে মামলা হয়েছে, সে বিষয়ে বুধবার আমরা বৈঠকে বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করবো।”
কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল ফজল বলেন, “মামলা নিয়ে পক্ষে-বিপক্ষে মত রয়েছে, তারপরও আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।”
উপদেষ্টা মো. শাহজাহান আলী জানান, “মামলা প্রসঙ্গে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে, বিস্তারিত আলোচনার জন্য আমরা সবাই বসবো।”
এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে আরও সতর্ক, ভারসাম্যপূর্ণ ও সংবেদনশীল পদক্ষেপ গ্রহণ এবং সমাজের দায়িত্বশীলদের শালিস প্রক্রিয়াকে সফল করতে উস্কানিমূলক আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সুধী সমাজ।