তুচ্ছ ঘটনার জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার সরিকল বন্দরের দুইজন ব্যবসায়ীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সোমবার সকালে হামলাকারীদের বিচার দাবিতে ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বন্দরের ব্যবসায়ীরা।
হামলায় আহত ওই বন্দরের ফাহিম হার্ডওয়ার স্টোরের মালিক মো. মান্না অভিযোগ করে বলেন, ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে রবিবার (২২ জুন) দিবাগত রাতে বন্দরের ফল ব্যবসায়ী পিয়াল হোসেনকে মারধর করে সরিকল ইউনিয়ন বিএনপির আহবায়ক জাহাঙ্গীর হোসেন মৃধার ছেলে যুবদল কর্মী পলাশ মৃধা ও তার সহযোগিরা। এ ঘটনার প্রতিবাদ করায় তাকে (মান্না) পিটিয়ে আহত করে পলাশ ও তার সহযোগিরা দোকানের ক্যাশ থেকে দুই লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়। এসময় বন্দরের ব্যবসায়ীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।
আহত ব্যবসায়ী মো. মান্না আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার সকাল সাড়ে দশটার দিকে বন্দরের ব্যবসায়ীরা তাদের দোকানপাট বন্ধ রেখে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।
হামলা ও টাকা লুটের অভিযোগ অস্বীকার করে পলাশ মৃধা বলেন, রাজনৈতিকভাবে আমাদেরকে কোনঠাসা করতে স্থানীয় একটি গ্রæপ আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চালিয়ে আসছে। আমরা ষড়যন্ত্রের শিকার। গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।