14rh-year-thenewse
ঢাকা আজ বৃহস্পতিবার আগস্ট 21, 2025
শিরোনাম

এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ ও যাত্রী সাধারণের স্বার্থ সংরক্ষণে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের চার নির্দেশনা

নোয়াখালীতে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রধান উপদেষ্টার সাথে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির সাক্ষাৎ

খাদ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ দপ্তর-সংস্থাগুলোর গতিশীল ও আধুনিকায়ন অপরিহার্য -বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

সাগর-রুনির সন্তানের কাছে পূর্বাচলে তিন কাঠা জমির দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা

কোটালীপাড়ায় আটকের পর পুড়িয়ে ফেলা হলো ৬ লক্ষ টাকার চায়না দুয়ারী জাল

আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ের আটোয়ারীতে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

Link Copied!

পঞ্চগড়ের আটোয়ারীতে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বিপুল (৩০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৪ জুন) সকালে উপজেলার  বিএম কলেজের পাশের ছোটদাপ এলাকায় এক ভুট্টা খেতের পাশের এক গাছের সাথে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে আটোয়ারী থানা পুলিশ। সে নেভি কোম্পানির সেলসম্যানে হিসেবে কর্মরত ছিলেন।
নিহত বিপুল উপজেলার ধামোর ইউনিয়নের শিকটিহারি গ্রামের রবিলাল মেম্বারের ছেলে।
স্বজনরা জানায়, বিপুল দীর্ঘদিন ঢাকায় চাকরি করতো। ২ মাস আগে সে গ্রামের বাড়িতে চলে আসে এবং ২০/২৫ দিন আগে নেভি কোম্পানিতে সেলসম্যানের চাকরি নেয়। প্রতিদিনের ন্যায় গতকালও কাজে বেড়িয়েছিলেন বিপুল। কিন্তু প্রতিদিনের মতো রাত ১০ টার মধ্যে বাড়ি না ফেরায় তাকে খুঁজাখুঁজি করা হয়। তার কোম্পানির ডিলার পয়েন্টে খবর নিলে জানা যায় তার মোবাইলের সর্বশেষ লোকেশন দেখা যায় ছোটদাপ এলাকার আশেপাশেই। পরে সেদিকে তাকে খুঁজতে যায় স্বজনরা।
তাঁরা আরো জানায়, অনেক খোঁজাখোজি করেও তাকে ওই লোকেশনে পাওয়া না যাওয়ায় রাত ২ টার দিকে থানায় সাধারণ ডায়েরি করতে আসে। পরে থানা থেকে সকালে আসার কথা বলা হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম সরকার জুয়েল জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটোয়ারী থানা পুলিশ বিপুল নামের ওই ব্যাক্তিকে গাছের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। মৃতদেহের ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হতে পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
http://www.anandalokfoundation.com/