14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার অভিজ্ঞতা আধুনিক করতে এটুআই ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর

পিআইডি
May 24, 2025 9:27 pm
Link Copied!

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের এসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। আজ ঢাকার আইসিটি টাওয়ারে এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক মো. রশিদুল মান্নাফ কবীর এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম আমানুল্লাহ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই স্মারকে স্বাক্ষর করেন। এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, আমাদের প্রথম কাজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়াগুলো ডিজিটাল করা, যাতে শিক্ষার্থীরা সহজে ও বিলম্ব ছাড়াই সনদ, ট্রান্সক্রিপ্ট ও অন্যান্য নথি পেতে পারে। পাঠ্যক্রমেও পরিবর্তন আনতে হবে যাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল-সহ আধুনিক প্রযুক্তি যুক্ত হয়।

বিশেষ সহকারী  আরো বলেন, অগ্রগতি নির্ভর করে শিক্ষকদের দক্ষতার ওপর। ধারাবাহিক প্রশিক্ষণ শিক্ষকদের ব্লেন্ডেড শিক্ষণ-পদ্ধতি ব্যবহারে সক্ষম করবে, যেখানে অনলাইন উপকরণ শ্রেণিকক্ষের আলোচনাকে সমর্থন করবে।

দু’টি প্রতিষ্ঠান যৌথভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে শক্তিশালী ডিজিটাল দক্ষতা সংযোজন, আধুনিক শিক্ষণ সরঞ্জামের প্রবেশাধিকার বৃদ্ধি এবং শ্রেণিকক্ষ থেকে কর্মক্ষেত্রে যাওয়ার পথ সহজ ও উন্মুক্ত করতে কাজ করবে।

অন্যান্যের মধ্যে আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী; এটুআই এজেন্সির প্রধান নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঁইয়া; ‘দক্ষতা উন্নয়নে শিক্ষা অনলাইনে (দীক্ষা)’ প্রকল্পের পরিচালক মোঃ কবির হোসেন; জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান ও অধ্যাপক মো. নুরুল ইসলাম এবং এটুআই’র ফিউচার অভ্‌ এডুকেশন বিভাগের প্রধান মো. আফজাল হোসেন সারোয়ার উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/