14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দরিদ্র শিশুদের জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে -সমাজকল্যাণ উপদেষ্টা

পিআইডি
April 18, 2025 9:16 pm
Link Copied!

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, দরিদ্র শিশুদের শিক্ষা, বাসস্থান, চিকিৎসা এবং জীবনমান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সরকারের পাশাপাশি এলাকার কমিউনিটির সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।

উপদেষ্টা আজ চট্টগ্রাম মেট্রোপলিটন শুটিং ক্লাবে ‘একটি নিরাপদ আশ্রয় ও সুন্দর ভবিষ্যৎ সকল শিশুর অধিকার’ পথশিশুদের সমাজ ও রাষ্ট্রের মূলধারায় ফেরানো শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। আলোচনা সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক।

উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেন, আমাদের দেশে পথ শিশুদের সমস্যা বহুদিনের। আমি এ মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর প্রান্তিক পর্যায়ে অবহেলিত নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে নৈতিকভাবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন, ঢাকা শহরে কি পরিমাণ পথশিশু রয়েছে সে ব্যাপারে মন্ত্রণালয় যে জরিপ করেছে সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চট্টগ্রাম শহরে প্রাথমিক জরিপে দেখা গেছে যে, ৩৭ টি স্পটে ২৫০ থেকে ৩০০ শিশু রাস্তায় বসবাস করছে। এই শিশুরা প্লাস্টিক থেকে ইনহেইল করে নিঃশ্বাস নেয়, নেশা করে। এই সমস্ত বাচ্চাদের দায়িত্ব কি আমরা নিতে পারি না। পথ শিশুদের উন্নয়নে সকলকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে তাহলেই বাচ্চারা সুস্থ জীবনে ফিরে আসতে পারবে।

অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ ছামছুল আলম এনডিসি পিএসসি, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম প্রমুখ।

http://www.anandalokfoundation.com/