14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ী আটক

Link Copied!

যশোরের বেনাপোল পোর্টথানা এলাকায় অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটক আসামী হলেন,শার্শা থানার শিকারপুর গ্রামের নাজির হোসেনের ছেলে নাজমুল হোসেন (২৬)।
রোববার ( ২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সময় পুলিশ জানায়, বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া গ্রামস্থ গাতীপাড়া রোডে জনৈক আব্দুর রশিদ এর ফটোকপি দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৮০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়।
বেনাপোল পোর্টথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাসেল মিয়া জানান, ধৃত আসামীর বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানার মামলা নং-১৬, তারিখ-২২/০২/২০২৫ খ্রিঃ, ধারা- ৩৬(১) সারণির ১৪(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে। ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের ব্যবস্থা প্রক্রিয়াধীন।
http://www.anandalokfoundation.com/