13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

স্বয়ংক্রিয় অ্যালবাম বানিয়ে দেবে গুগল ফটোজ

admin
March 27, 2016 4:44 pm
Link Copied!

গুগল ফটোজ অ্যাপটি নিজ থেকে অনেক কিছুই করে। এই যেমন, একই ধরনের ছবিকে এটি কোলাজ ও অ্যানিমেশনে পরিণত করতে পারে। এখন থেকে গুগলের এই অ্যাপ করতে পারবে আরও কিছু।

কয়েকটি ছবি একসঙ্গে নিয়ে রেখে দিলে গুগল ফটোজ নিজে নিজেই সেরা ছবিগুলো বাছাই করতে পারবে। সেরা ছবিগুলো একটি অ্যালবাম হিসেবে প্রকাশ করতে পারবে অ্যাপটি। অ্যালবামের সঙ্গে কিছু স্মার্ট-সুবিধাও থাকছে।
মোবাইল ফোনে নতুন ছবি যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবহারকারীকে গুগল একটি নতুন ছবি অ্যালবাম করার পরামর্শ দেবে। স্বয়ংক্রিয়ভাবে তাতে যুক্ত হবে ছবি তোলার জায়গার মানচিত্র।

পিন দিয়ে মানচিত্রে সেই জায়গাটি নির্দিষ্ট করা থাকবে। চাইলে অ্যালবামের জন্য শিরোনাম, ক্যাপশনও দিতে পারবেন ব্যবহারকারী। অন্য কেউ চাইলে যাতে অ্যালবামটিতে ছবি যোগ করতে পারেন, এমন ব্যবস্থাও করে রাখা যাবে।

আগের মতো নিজের পছন্দ অনুযায়ী বেছে বেছে অ্যালবাম বানানোর সুযোগ তো থাকছেই। একই রকম সুবিধা পাওয়া যাবে সে ক্ষেত্রেও।
২০১৫ সালের মাঝামাঝি সময়ে যাত্রা শুরু করে, খুব অল্প সময়েই ১০ কোটিরও বেশি ব্যবহারকারী পেয়েছে গুগল ফটোজ।

 

 

http://www.anandalokfoundation.com/