ফরিদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিত করণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার আজ বিকেল তিনটায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ লিটন আলীর সভাপতিত্বে ভোক্তা- অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরন ও বাস্তবায়ন বিষয়ক এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার, বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ সিদ্দিকুর রহমান, ভোক্তা সংরক্ষন অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।