14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ ৮ জুন মঙ্গলবার দেখে নিন আজকের রাশিফল

Dutta
June 8, 2021 6:53 am
Link Copied!

আজ ৮ জুন মঙ্গলবার দেখে নিন আজকের রাশিফল। মোট ১২ টি রাশির ফলাফল এখানে দেওয়া রয়েছে। নিজের রাশির সঙ্গে মিলিয়ে দেখে নিন, আজকের দিন আপনার কেমন যাবে।

মেষঃ কাছের কেউ আজকের দিনে আপনার প্রশংসা করবে। শক্তি সঞ্চয় করতে একটু বিশ্রামের প্রয়োজন। ভালোবাসার মানুষের তাঁর নিজের কথা বলায় আপনার খারাপ লাগবে। কাছের বন্ধুর সাহায্যে ব্যবসায়ে দারুণ লাভ হবে।
বৃষভঃ কর্মক্ষেত্রে বেশি কাজ থাকা সত্ত্বেও, মেজাজ ফুরফুরে থাকবে। আবেগের বশে কোন সিদ্ধান্ত নেবেন না। পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকুন। যারা আপনার কাছে ঋণ চাইতে আসে, তাঁদের উপেক্ষা করুন।
মিথুনঃ আজকের দিনে বেশিরভাগ কাজ আপনার ইচ্ছানুসারে চলবে। আনন্দের দিনে মানসিক উত্তেজনা থেকে দূরে থাকুন। কাছের মানুষদের থেকে একটি সারপ্রাইজ পেতে পারেন। আজকের দিনে অনেক অর্থের অধিকারী হওয়ায় মানসিক শান্তি থাকবে।
কর্কটঃ সন্ধ্যের সময় আত্মীয় এবং বন্ধুরা বাড়িতে আসতে পারে। আজকের দিনে পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে। কাজের জায়গায় সাফল্য লাভের সুযোগ রয়েছে। কঠোর পরিশ্রমের ফলে আর্থিকভাবে পুরস্কৃত হবেন।

সিংহঃ কোন কাজ শুরু আগে সতর্কতা অবলম্বন প্রয়োজন। মানসিক শান্তির প্রয়োজনে উত্তেজনা নিয়ন্ত্রণ করুন। অফিস থেকে তাড়াতাড়ি ফিরে পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। সন্দেহজনক কোন খাতে অর্থ বিনিয়োগ ঠিক নয়।

কন্যাঃ ভালোবাসার মানুষের সমস্যা ভাগ করে নিন। আজকের দিনে মেজাজ ফুরফুরে থাকবে। সঙ্গীকে কিছু শেয়ার করতে ভুলে গেলে, সমস্যা হতে পারে। পরিবারের সকলের সঙ্গে একটি সুন্দর দিন কাটবে।

তুলাঃ বন্ধুর অনুপস্থিতিতে তাঁকে ভীষণভাবে মিস করবেন। দীর্ঘ ভ্রমণ এড়িয়ে চলাই মঙ্গলের। জীবনের জটিলতা বুঝতে পরিবারের বড়দের সঙ্গে কিছুটা সময় কাটান। আর্থিক দিক থেকে আজকের দিন বেশ ভালো কাটবে।

বৃশ্চিকঃ আত্মীয় বন্ধুদের সঙ্গে সুন্দর সন্ধ্যে কাটবে। পুরনো অসুখ থেকে আজকের দিনে মুক্তি পাবেন। ঝামেলা থেকে দূরে গিয়ে ধর্মীয় স্থানে সময় কাটাতে পারেন। আজকের দিনে অর্থ সঞ্চয়ের পরিকল্পনা সফল হবে।

ধনুঃ যাদের সঙ্গে খারাপ সময় কাটে, তাঁদের থেকে দূরে থাকাই মঙ্গলের। ভ্রমণের সময় গুরুত্বপূর্ণ জিনিসের দিকে নজর দিন। ব্যবসায়ে ক্ষতির সম্ভাবনা রয়েছে আজ। আপনার মিষ্টি স্বভাব অনুষ্ঠানে আপনাকে কেন্দ্রবিন্দু করে রাখবে।

মকরঃ কর্মক্ষেত্রে সবকিছু সুন্দরভাবে চলবে আজ। ব্যবসায়ীদের কাছে আজকের দিন শুভ। চারপাশের মানুষের আচরণে আজ আবারও ভালোবাসার মানুষের প্রেমে পড়বেন। বিপদের সময় যারা পাশে ছিল, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানান।

কুম্ভঃ কর্মক্ষেত্রে নিজের সফলতা দেখানোর সুযোগ পাবেন। নিজের বর্তমান পরিস্থিতি নিয়ে মন খারাপ করবেন না। পরিবারের ছোট সদ্যসদের নিয়ে শপিং- যেতে পারেন। আজকের দিনে অন্যার সাহায্যে অর্থ উপার্জন করতে পারবেন।

মীনঃ কথা দিয়ে না রাখতে পারলে, কথা দেওয়া ঠিক নয়। আজকের দিনে বন্ধুরা আপনার পাশে থাকবে। সময়ের অভাবে চেয়েও পছন্দের কাজ করতে পারবেন না। বিনোদনের খাতে বেশি ব্যয় ভালো নয়।

 

http://www.anandalokfoundation.com/