14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

২দিনের সফরে আজ ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

Rai Kishori
December 22, 2020 10:09 am
Link Copied!

আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু নিয়ে ২দিনের সফরে আজ ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু। ওই সফরে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

২১ ডিসেম্বর সোমবার ঢাকায় তুরস্ক দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে এ সফরে আসছেন তিনি। দ্বিপক্ষীয় সব বিষয়ে আলোচনা হবে এ সফরে।

এতে আরও বলা হয়, সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ঢাকায় তুরস্ক দূতাবাসের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি।

সেপ্টেম্বরে তুরস্ক সফরে গিয়ে সাবুসোলুকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মোমেন। সে সময় তুরস্কে বাংলাদেশের নতুন দূতাবাস ভবনেরও উদ্বোধন করা হয়েছিল।

http://www.anandalokfoundation.com/