14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারত বিজয় দিবসে বাংলাদেশকে ১৮টি মর্টার দিল

Brinda Chowdhury
December 18, 2020 7:43 am
Link Copied!

 ভারত,বাংলাদেশ সেনাবাহিনীকে ১২০ মিলিমিটার ব্যাসার্ধের ১৮টি মর্টার দিয়েছে। ভারত জানিয়েছে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার অংশ হিসেবে এ উপহার দেয়া হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বুধবার (১৬ ডিসেম্বর) বাংলাদেশের বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে মর্টারগুলো বাংলাদেশকে দেয়া হয়েছে বলে জানান তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চ্যুয়াল বৈঠকের পর বাংলাদেশ ও মিয়ানমারের ভারপ্রাপ্ত ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব স্মিতা পন্থ বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

এক প্রশ্নের উত্তরে যুগ্ম সচিব বলেন, দুই দেশের যৌথ সহযোগিতায় জাহাজ তৈরির বিষয়টি বিবেচিত হচ্ছে। এই বিষয়ে দুই দেশই আগ্রহী।

http://www.anandalokfoundation.com/