13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নিয়োগ পাওয়া ১৮ বিচারপতির ভিডিও কনফারেন্সে শপথ আজ

Rai Kishori
May 30, 2020 9:44 am
Link Copied!

মহামারী করোনা প্রাদুর্ভাব কমাতে দেশব্যাপী লকডাউনে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে স্থায়ীভাবে নিয়োগ পাওয়া ১৮ জন বিচারকের শপথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এ অবস্থায় পূর্ব নির্ধারিত ফুলকোর্ট সভা বতিল করা হয়েছে।

আজ শনিবার (৩০ মে) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। গতকাল শুক্রবার (২৯ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো.আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের প্রেক্ষাপটে সুপ্রিম কোর্টসহ দেশের সব আদালতে সাধারণ ছুটির মেয়াদ শেষের দিন শনিবার বিকেল ৩টায় ভিডিও কনফারেন্সে ফুলকোর্ট (সব বিচারপতিদের অংশগ্রহণে সভা) সভা ডেকেছিলেন প্রধান বিচারপতি।

২৮ মে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা  যায়।

এর মধ্যে ২৯ মে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের ১৮ জন অতিরিক্ত বিচারককে প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ ক্রমে স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। শুক্রবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ শপথ নেওয়ার তারিখ থেকে কার্যকর হবে। ২০১৮ সালের ৩০ মে তাদের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি। পরে ৩১ মে বিকেলে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তারা শপথ নেন।

১৮ জন বিচারক হলেন- মো. আবু আহমেদ জমাদার, এ,এস,এম আব্দুল মোবিন, মো. মোস্তাফিজুর রহমান, ফাতেমা নজীব, মো. কামরুল হোসেন মোল্লা, এস এম কুদ্দুস জামান, মো. আতোয়ার রহমান, খিজির হায়াত, শশাঙ্ক শেখর সরকার, মোহাম্মদ আলী, মহি উদ্দিন শামীম, মো. রিয়াজ উদ্দিন খান, মো. খায়রুল আলম, এস এম মনিরুজ্জামান, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, খোন্দকার দিলীরুজ্জামান ও কে এম হাফিজুল আলম।

http://www.anandalokfoundation.com/