14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগামী জুলাই মাসে শুরু ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ কাজ

Brinda Chowdhury
February 24, 2020 8:36 pm
Link Copied!

দুপাশে ধীরগতির যানবাহনের জন্য দুটি পৃথক লেনসহ ঢাকা-সিলেট মহাসড়ক ছয়লেনে উন্নীতকরণ কাজ শুরু হতে যাচ্ছে আগামী জুলাই মাসে। প্রায় দুইশত দশ কিলোমিটার দীর্ঘ এ মহাসড়ক উন্নয়নে অর্থায়ন করবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি। এ প্রকল্পের প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় বিশ হাজার কোটি টাকা।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এর সাথে আজ সচিবালয়ে তাঁর অফিস কক্ষে এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সাক্ষাৎ করেন। সাক্ষাতশেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ একথা জানান।

মন্ত্রী বলেন, এডিবি’র অর্থায়নে জয়দেবপুর হতে টাঙ্গাইল পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজ প্রায় শেষ হয়ে এসেছে। এছাড়া টাঙ্গাইল হতে রংপুর পর্যন্ত মহাসড়ক চারলেনে উন্নীতকরণ কাজও ইতোমধ্যে শুরু হয়েছে বলে তিনি জানান।

অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে আটটি উড়ালসেতু, বাইশটি ওভারপাস, পাঁচটি রেলওয়ে ওভারপাস, ঊনসত্তরটি ছোটবড় সেতু, দশটি আন্ডারপাস, তিনটি সড়ক মোহনা উন্নয়ন এবং ঊনত্রিশটি ফুটওভারব্রিজ নির্মাণ করা হবে।

এছাড়া এডিবি’র অর্থায়নে রংপুর-বুড়িমারী, রংপুর-গাইবান্ধা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক চারলেনে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/