14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফেন্সিডিল ও মাদক পরিবহন কাভার্ড ভ্যানসহ ২ জন ব্যবসায়ী গ্রেফতার

Brinda Chowdhury
January 8, 2020 1:16 pm
Link Copied!

দিনাজপুর থেকে নাজমুল ইসলাম নয়ন ॥ র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার, গোবিন্দগঞ্জ থানার রংপুর টু বগুড়া মহাসড়কস্থ কালিতলা বাজার এর পূর্ব পাশ হইতে অভিযান পরিচালনা করে ৮৪০ (আটশত চল্লিশ) বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান সহ দুই (২) জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

আটক কৃতরা হলেন ১। মোঃ জুয়েল ভুইঞ্চা (২৮), পিতা-মোঃ সুন্দর আলী, সাং-আসাদনগর, থানা-দ্বেবীদার,জেলা-কুমিল্লা, ও আসামী ২। মোঃ কাজরুজ্জামান (৩৭) পিতা- মোঃ আঃ গনি, সাং -জোকা, থানা-মোহাম্মদপুর,জেলা-মাগুরা ।

কোম্পানী অধিনায়ক মেজর সৈয়দ ইমরান হোসেন জানান , র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত আসামীদ্বয় স্বীকার করে যে তারা দীর্ঘদিন যাবত অবৈধ মাদক ব্যবসায় জড়িত এবং সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে। র‌্যাব বাদী হয়ে ধৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে এবং বাকি আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

http://www.anandalokfoundation.com/