14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মুজিব বর্ষের অনুষ্ঠানে যোগ দেবেন মাহাথির, ট্রুডো এবং মোদি

Brinda Chowdhury
January 8, 2020 12:38 pm
Link Copied!

মুজিব বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দিতে উদগ্রীব ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উদ্‌যাপন সাব-কমিটির বৈঠক শেষে তিনি একথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইতিমধ্যেই মুজিব বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগদানের বিষয়ে তাদের সম্মতি পেয়েছি।

সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ জায়েদ আল নাহিয়ান, ভারতের সাবেক প্রেসিডেন্ট প্রণব মুখার্জি, ভারতের কংগ্রেস দলের সভাপতি সোনিয়া গান্ধী, এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনও মুজিব বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি বলেন, কয়েক জন বিশ্ব নেতা ১৭ মার্চ বঙ্গবন্ধু’র জন্মদিনের বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন এবং আর অন্যেরা মার্চ ২০২০ থেকে মার্চ ২০২১ সালের মধ্যে অনুষ্ঠিত অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন। আমরা চাই না ১৭ মার্চের অনুষ্ঠানে অনেক বিশ্ব নেতা যোগ দিক। আমরা চাচ্ছি চার পাঁচজন নেতা এ দিনের অনুষ্ঠানে যোগ দিক, অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ অন্যান্য অনুষ্ঠানে যোগ দেবেন।

http://www.anandalokfoundation.com/