14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় ৬২ হাজার ইউএস ডলারসহ ব্যবসায়ী আটক

Brinda Chowdhury
January 7, 2020 4:25 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ঘোগাব্রীজ এলাকায় গত সোমবার সন্ধ্যায় হেরোইন উদ্ধার করতে গিয়ে বিপুল সংখ্যক ইউএস ডলার ও নগদ অর্থ উদ্ধার করেছে টাক্সফোর্স সদস্যরা। এ সময় ডলার ব্যবসায়ি কার্তিক চদ্র সরকার (৪৮) ও গাড়ি চালক ফরিদুল ইসলাম (২০) কে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬২ হাজার ১৫০ মার্কিন ডলার, নগদ ৫৭ হাজার টাকা ও ৩ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক মেহেদী হাসান রানা জানান, জয়পুর হাট সীমান্ত থেকে বিপুল পরিমান হেরোইন নিয়ে ঢাকার দিকে যাচ্ছে এমন সংবাদ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বগুড়া সার্কেলের কর্মকর্তারা ও শেরপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) জামশেদ আলাম, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে টাক্সফোর্স সদস্যরা ৬ জানুয়ারি সোমবার বিকাল থেকেই মহাসড়কের ঘোগাব্রীজ এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকা জেলার আশুলিয়া থানার শিমুলিয়া গ্রামের মৃত রবিন্দ্র লাল সরকারের ছেলে কার্তিক চন্দ্র সরকার অবৈধভাবে বিপুল অংকের আমেরিকান ডলার নিয়ে গত সোমবার বিকালে একটি প্রাইভেট কারে ( ঢাকা মেট্রো-গ ২৬-০৮৫৭) যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে প্রাইভেট কারটি ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগাব্রীজ এলাকায় পৌছালে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা প্রাইভেট কারটিকে আটক করে। পরে কার্তিক চন্দ্র সরকারের শরীর তল্লাশী করে হেরোইনের পরিবর্তে উদ্ধার করা হয় ৬২ হাজার ১৫০ মার্কিন ডলার, নগদ ৫৭ হাজার টাকা ও ৩ টি মোবাইল ফোন। এসময় প্রাইভেট কারসহ চালক ফরিদুল ইসলামকেও আটক করা হয়।

টাস্কফোর্স সুত্র জানায়, গ্রেফতারকৃত কার্ত্তিক সরকার সে সিরাজগঞ্জ থেকে ৬ জানুয়ারি সোমবার গাড়ি নিয়ে বগুড়ায় এসে শহরের নিউমার্কেট সংলগ্ন গোল্ড কিং নামে একটি জুয়েলার্স থেকে ডলার নিয়ে সিরাজগঞ্জের কল্পনা জুয়েলার্সে যাচ্ছিল। প্রাইভেটকারটি সিরাজগঞ্জ থেকে ভাড়া করা বলে সে জানায়। মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানিয়েছে, তাদের প্রাথমিক ধারনা আটককৃত ডলার মাদক ব্যবসার কারবারে নিয়ে যাওয়া হচ্ছিল। তবে তদন্তের পর এবিষয়ে আরো বিস্তারিত জানা যাবে। প্রসঙ্গগত গত নভেম্বর মাসে বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ৩৫ হাজার ডলার সহ এক জনকে গ্রেফতার করেছিলো। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জানায়, ওই রাতেই শেরপুর থানায় এ ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।

শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামশেদ আলাম বলেন, উদ্ধার হওয়া ডলারের বিষয়ে কার্তিক সরকার সন্তোষজনক জবাব দিতে না পারেনি।

এ প্রসঙ্গে শেরপুর থানায় অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/