আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ৬ মার্চ আন্তর্জাতীক নারী দিবস উপলক্ষে ফরিদপুরের সালথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যেগে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক অফিসার ফেরদৌস আরা ডলি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক-উজ্জামান ফকির মিয়া, সমাজ সেবা অফিসার ফজলে রাব্বি নোমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের প্রমূখ।