14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছা ইয়াবা-গাঁজাসহ আটক -২

Rai Kishori
February 26, 2019 6:57 pm
Link Copied!

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।  পাইকগাছা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা-গাঁজা সহ মাদক ব্যবসায়ী আবিরণ বেগম( ৪৫) ও মঈনুল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছেন। আবিরণ পৌরসভার সরলের রহমত গাজীর স্ত্রী ও মঈনুল চাঁদখালীর পুর্ব গজালিয়ার মৃতঃ নাজমুল হকের ছেলে।

ইনস্পেক্টর ( অপারেশন) রহমত আলী জানান, মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এএসআই কামরুজ্জামান ও শেখ পলাশ সঙ্গীয় ফোর্স নিয়ে সরলের রহমতের বাড়ীতে তল্লাসি করে ২৫টি ইয়াবা ট্যাবলেট, ৪৫ গ্রাম গাঁজাসহ আবিরণ ও মঈনুলকে আটক করা হয়।

এ ঘটনায় মামলার কথা বলে ওসি এমদাদুল হক শেখ জানান, ধৃতরা মাদক ব্যবসায়ী ও বিশেষ করে আবিরণের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

http://www.anandalokfoundation.com/