14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় রিয়া খাতুন(১৬) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

Rai Kishori
February 25, 2019 3:02 pm
Link Copied!

এম,এ,জলিল শার্শা বেনাপোলঃ  যশোরের শার্শার বাগআঁচড়া রিয়া খাতুন(১৬) নামে এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

রবিবার রাতে নিজ ঘরের মধ্যে ওই যুবতী এ আত্মহত্যা করে।নিহত রিয়া বাগআঁচড়া উত্তর পাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মিকাইল হোসেনের মেয়ে।

নিহতের প্রতিবেশীরা জানান, বাড়ির সকলের অজান্তে ঘরের মধ্যে গলায় ওড়না পেঁচিয়ে রিয়া আত্মহত্যা করে। পরে বাড়ির লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে ঘরের মধ্যে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

নিহতের বোন রিপা জানান, ১বছর ৪মাস আগে তার মা তাসলিমা খাতুন এর মৃত্যুর পর রিয়ার ব্রেইনডের সমস্যা দেখা দেয়। তারপর ইন্ডিয়াতে যেয়ে চিকিৎসা দেওয়ার পর ভালো সুফল পাওয়া যায়নি। এটাই ছিল মৃত্যুর প্রধান কারন।

শার্শা থানা পুলিশ কর্মকর্তা (এসআই) আনোয়ার আজিম ও নিলয় বসু রিয়া খাতুন এর আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন।

http://www.anandalokfoundation.com/