14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

হারানো নাদিয়ার বাবা মা কে ২৩ দিন ধরে খুজে পাচ্ছে না পুলিশ

Rai Kishori
February 19, 2019 10:03 pm
Link Copied!

ভোলা প্রতিনিধি॥ গত ২২জানুয়ারী রাজধানীর গুলশান থানা পুলিশ নাদিয়া নামের ৭ বছরের একটি মেয়েকে খুজে পেয়েছে। তার বাড়ি ভোলায়।বর্তমানে সে তেজগাঁস্থ ডিএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছের। এদিকে গত ২৩ দিন যাবৎ নাদিয়ার বাবা মা কে খুজে পাচ্ছেন না পুলিশ।

হারানো নাদিয়ার বর্ননা অনুযায়ী তাহার উচ্চতা আনুমানিক ৪ ফুট। গায়ের রঙ ফর্সা। হারানোর সময় তার পরনে সবুজ পায়জামা ও গোলাপী রংয়ের গেঞ্জি ছিল। তার বাবার নাম- মোঃ জাহিদ, মার নাম- শাহনাজ। সে সঠিক ঠিকানা বলতে পারছে না।পরে ঠিকানা জিজ্ঞাসা করলে নাদিয়া অজ্ঞাত কালীবাড়ি রোড দেওয়ানবাড়ি, থানা ভোলা সদর ও জেলা- ভোলা বলছে। যাহা সঠিক নয় বলে জানা যায়।

গত ২২.১,১৯ইং জানুয়ারী গুলশান মডেল থানাধীন কালাচাঁদপুর এনিমা বিল্ডিং সংলগ্ন রাস্তার পার্শ্বে স্থানীয়রা নাদিয়াকে পেয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। পরে নাদিয়ার হারিয়ে যাওয়া ঘটনায় গুলশান মডেল থানায় গত ২২.০১,১৯ইং জানুয়ারি,একটি সাধারণ ডায়েরী করা হয় যার নম্বর-১৪১৬।

কোন হৃদয়বান ব্যক্তি শিশু নাদিয়ার অভিভাবকের সন্ধান জেনে থাকলে তেজগাঁওয়ের ভিকটিম সাপোর্ট সেন্টারের ঠিকানা নিম্মে উল্লেখ করা হল।(ডিউটি অফিসার-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি ০২৯১১০৮৫)এই ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হলো।

http://www.anandalokfoundation.com/