14rh-year-thenewse
ঢাকা আজ সোমবার জুলাই 28, 2025
আজকের সর্বশেষ সবখবর

১৫০ কোটি টাকা মিলল এক ব্যবসায়ীর বাড়িতে

অনলাইন ডেস্ক
December 24, 2021 2:17 pm
Link Copied!

ভারতের আয়কর বিভাগ কানপুরে এক ব্যবসায়ীর বাড়িতে রিট করে  ১৫০ কোটি টাকার নোট জব্দ করেছে ।

তার বাড়ি ছাড়াও  একাধিক প্রতিষ্ঠানেও অভিজান চালানো হয়।  ব্যবসায়ির নাম পীযূষ জৈন। তিনি ভারতের কানপুরের বাসিন্ধা।

তার বাড়িতে আলমারি ভর্তি টাকা এছাড়াও ছোট ছোট বক্সে  এ বিপুল টাকা পাওয়া যায়। টাকা ছাড়াও তার বাড়িতে ২০০টি এমন ভুয়া ইনভয়েস পাওয়া গেছে।

মুলত কর ফাঁকি দেওয়ার অভিযোগেই আয়কর বিভাগের কর্মকর্তারা তল্লাশি চালাচ্ছেন বলে জানান আয়কর কর্মকর্তারা।

http://www.anandalokfoundation.com/