“হিন্দু হয়ে জন্মগ্রহণ করা কোনও অপরাধ নয়, আমি হিন্দু ছিলাম আছি এবং থাকবো। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্যপরিষদ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া শাখার নব নির্বাচিত কমিটির অনুষ্ঠানে বললেন ডঃ কালীপ্রদীপ চৌধুরী।
১৬ই জুলাই ২০২২ইংরেজি লস এঞ্জেলেসের চার্চ অব সেন্ট্রোলজি মিলনায়তনে শ্যামল মজুমদারের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেপিসি k.P.C গ্রুপের সম্মানিত চেয়ারম্যান ডঃ কালীপ্রদীপ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “হিন্দু হয়ে জন্মগ্রহণ করা কোনও অপরাধ নয়, আমি হিন্দু ছিলাম আছি এবং থাকবো”…. ভারত সেবাশ্রম সংঘ ক্যালিফোর্নিয়া শাখার পূজণীয় অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজ পবিত্র ধর্মগ্রন্থ পাঠ করে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্বোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন সম্বোধি বিহারের অধ্যক্ষ ডঃ লোকানন্দ মহাথেরো, পরে বক্তব্য রাখেন, ত্রিপিটক অনুবাদক প্রজ্ঞাবংশ মহাথেরো, বিপুলানন্দ শ্রমন, প্রভাত কুমার বড়ুয়া, এটর্নি অশোক কর্মকার, (চেয়ারম্যান, বোর্ড অব গভর্নর, BHBCUC, USA) দিকনির্দেশনার পরপরই কমিটি ঘোষণা করেন। সভাপতি তাঁর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সম্মেলনটি শেষ হয়। ক্যালিফোর্নিয়া টেলিভিশনের সিইও, স্বামী শুভানন্দ পুরী মহারাজ এর সঞ্চালনায় অভিষেক সম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যায় ক্ষুদে শিক্ষার্থীদের অংশগ্রহনে সঙ্গীতে পূর্ণতা আচার্য্য, মিলু আচার্য্য, অনির্বাণ, অনুরদ্ধ, রিদিতা, রনি বড়ুয়া। নৃত্যে রাজশ্রী ও রিদ্ধি এবং তবলায় স্নেহাশীষ ঘোষ, শব্দ নিয়ন্ত্রণে রিঙ্কু বড়ুয়া। যীশু কুমার বড়ুয়া পবিত্র ধর্মগ্রন্থের বাণী পাঠ করে শুনান। সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, “সংখ্যালঘুরা কারো দয়া নয়, অধিকার চাই”…. অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ভার্চুয়ালি শুভেচ্ছাবার্তা বিনিময় পর্বে বাংলাদেশ থেকে এডভোকেট রানা দাশগুপ্ত, এডভোকেট সুব্রত চৌধুরী, এডভোকেট রবীন্দ্রঘোষ, নির্মল রোজারিও, উষাতন তালুকদার, এমপি, ডঃ নিমচন্দ্র ভৌমিক, এডভোকেট দীপংকর ঘোষ। অলক চৌধুরী, (কানাডা), অমল দত্ত, (অষ্ট্রেলিয়া), সমীর ধর, (আয়ারল্যান্ড), নিউইয়র্ক থেকে গীতা চক্রবর্তী, স্বপন দাস, নয়ন বড়ুয়া, সুব্রত চৌধুরী।লসএঞ্জেলেস থেকে কৃষ্ণাদেবী, শর্মিষ্ঠা চৌধুরী, এডভোকেট আশুতোষ দত্ত, পল্লব দাস, তপন কুমার মন্ডল, অজয় কর্মকার, রানা বড়ুয়া, শর্মিলা বড়ুয়া, মার্টিনা বড়ুয়া, প্রভাত কুমার বড়ুয়া, প্রিয়রঞ্জন বড়ুয়া, মানিক পাল (বেলজিয়াম), অরুণ বড়ুয়া, (সুইজারল্যান্ড),