নিউজ ডেস্কঃ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আজ শুক্রবার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করবেন। আজ শুক্রবার দুপুর দুইটা ৫৫ মিনিট থেকে চারটা ২০মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে চীনের প্রেসিডেন্ট দু’দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল শুক্রবার সকালে ঢাকায় আসবেন।
চীনের নেতা শি জিনপিংয়ের বাংলাদেশ সফরে দুই দেশের মধ্যে মধ্যে ২৫টির বেশি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ এম মাহমুদ আলী।