কুড়িগ্রাম সদরের হাসপাতাল পাড়া বস্তি থেকে এক নারীকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ইনজেকশন চুরির মামলায় গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
গ্রেফতারকৃর্ত নারীর নাম রাশেদা বেগম (৩০)। তিনি সদর উপজেলার হলোখানা ইউনিয়নের টাপুরচর গ্রামের ফজলু মিয়ার স্ত্রী।
তিনি উক্ত হাসপাতালের মাস্টাররোলে নিয়োগপ্রাপ্ত কর্মচারী।
জানা যায়, গত ১৭ মার্চ ব্যাগভর্তি তিন শতাধিক সরকারি ইনজেকশনসহ শাহেদা বেগম নামে এক নারীকে হাতেনাতে আটক করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরে তাকে কুড়িগ্রাম সদর থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ বাদী হয়ে আটক শাহেদা বেগম ও হাসপাতালের মাস্টাররোলে কাজ করা রাশেদার নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করে। পাশাপাশি ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে হাসপাতাল কর্তৃপক্ষ।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোঃ শাহরিয়ার বলেন, রাশেদা আদালতে দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন । জবাবন্দিতে ওষুধ চুরির সঙ্গে জড়িতদের নামও উল্লেখ করেছেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।