রাজধানীর খিলক্ষেত এলাকার একটি বাসা থেকে সালমা আক্তার (২৮) নামে এক গৃহবধূর লাশ পাওয়া গেছে।
সোমবার মধ্যরাতে পশ্চিমপাড়া এলাকার বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। লাশ উদ্ধারের পর থেকে সালমার স্বামী মো. হাসান পলাতক। তিনি পেশায় সবজি বিক্রেতা।
পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে সালমাকে শ্বাস রোধ করে হত্যা করে তাঁর স্বামী পালিয়ে যান। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। খিলক্ষেত থানার উপপরিদর্শক আসাদুজ্জামান জানান, তাঁরা রাত সাড়ে ১২টার দিকে সালমার লাশ উদ্ধার করেছেন। রাত ৯টা থেকে ১১টার মধ্যে তাঁকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাঁর দুই শিশুসন্তান রয়েছে। পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূকে হত্যা করা হয়ে থাকতে পারে।