13yercelebration
ঢাকা

সীমান্তে স্বর্ণা দাশ ও জয়ন্ত কুমার হত্যায় সনাতনীরা কি সত্যিই নীরব নাকি অন্যকিছু

সুমন দত্ত
September 10, 2024 7:04 pm
Link Copied!

সুমন দত্ত
সম্প্রতি স্বর্ণা দাশ ও জয়ন্ত কুমার সিংহ নামে দুইজন সনাতন ধর্মের অনুসারী ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন। অনেকেই প্রশ্ন তুলছেন এই দুই হত্যাকাণ্ডে এদেশে বসবাসকারী সনাতনীরা এবং তাদের সংগঠনের কোনো প্রতিবাদ নাই কেন? তাদের তো প্রতিবাদ করা উচিত। এখন সনাতনী সংগঠনগুলি কেন এই প্রতিবাদ করছে না। তার উত্তর ওই সংগঠনগুলি যারা করেন, তাদের লোকজন দেবে।

আমি একজন সনাতনী কেন দিচ্ছি না, তার ব্যাখ্যা অবশ্যই দিতে পারি। আমার উত্তর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা কীভাবে হয়েছেন, কোন পরিস্থিতিতে হয়েছেন, সেটা আমলে নিতে হবে।

সর্বশেষ হত্যাকাণ্ড সম্পর্কে দৈনিক প্রথম আলোর ভাষ্য মতে জয়ন্ত কুমার সিংহ নামে এক তরুণ দিবাগত রাতে ভারতের সীমান্তে লোকজন নিয়ে প্রবেশ করে। বিএসএফ গুলি চালায়। জয়ন্ত কুমার সিংহ মারা যায়। তার সঙ্গে দরবার আলী নামক এক ব্যক্তি গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন। বাকী ১৬ জন ভারতের বিএসএফের হাতে বন্দি।

এখন প্রশ্ন রাখি তাদের কাছে, ধরেন আপনার বাসায় রাতের আধারে কেউ চুরি কিংবা ডাকাতি করতে এসে যদি গৃহকর্তার আঘাতে আহত হয়, তার জন্য আপনি কি শোক প্রকাশ করবেন? উত্তর অবশ্যই না। নাকি হাজী মুহাম্মদ মহসীনের মতো চোর কে বলবেন, ভাই তুই আমার যা আছে সব নিয়ে যা। যেটা আশা করছেন অনেক বাংলাদেশি ভাই ও বোন। এই শ্রেণির মতে বাংলাদেশের লোকজন অবাধে ভারতে প্রবেশ করবে, কেউ কিছু বলতে পারবে না।

নেপাল , ভুটান সীমান্তে এটা হয়। ওই দেশ দুটোর লোক ভারতে অবাধে প্রবেশ করে। তাদের গুলিতে মরতে হয় না। কারণ ভারত সরকার ওই দুই দেশের নাগরিকদের বিশ্বাস করে।

এখন বাংলাদেশ যদি ভারতের আস্থা অর্জন করতে চায় তবে দেশে ভারত বিরোধী কার্যকলাপ বন্ধ করতে হবে। ভারত বিদ্বেষ বন্ধ করতে হবে। সাম্প্রদায়িকতা বন্ধ করতে হবে। সেটা কি পারবে এদেশের জনগণ? যেভাবে ভারত বিদ্বেষ তথা হিন্দু বিদ্বেষ এদেশে বেড়েছে, সেখানে এই জাতীয় কল্পনা অবাস্তব। বিভিন্ন ওয়াজে ভারত দখল করার জিকির উঠে। ভারত ধ্বংস করার শ্লোগান উঠে। ফেসবুকের এই যুগে ভারতীয়রা এসব দেখে জানে ও শোনে। তাই বাংলাদেশ ভারত বন্ধু কোনো কালেই হবে না। হওয়ার মতো রাজনীতি কেউ করেও না।

সীমান্তে কোনো অপরাধজনক কাজে লিপ্ত থেকে কেউ যদি আহত কিংবা নিহত হয় তার জন্য ভারত কে গালি মারা কিংবা নিন্দা জানানো দেশ প্রেমের সংজ্ঞায় পড়ে না। তবে প্রশ্ন থাকে যে চাষি কিংবা যে রাখাল সীমান্ত এলাকায় চাষবাস করতে যেয়ে কিংবা গরু ছাগল চড়াতে যেয়ে বিএসএফের গুলির শিকার হয়ে মারা যায়, তার তীব্র প্রতিবাদ ও নিন্দা করি। তার বিচার দাবি করি। এবং সেই বিচার চাইতে গেলে আন্তর্জাতিক আদালতে যেতে হবে।
কে বারণ করেছে আন্তর্জাতিক আদালতের এসব হত্যাকাণ্ডের বিচার না চাইতে? আমরা নিজেরাই এসব হত্যাকাণ্ডের বিচার চাই না। বরং ভারত বিরোধী রাজনীতি করি।

ভারত বাংলাদেশ সীমান্তে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার সব সময়ে চেয়ে এসেছি, এখনো করি। কারণ হত্যার বিচার তামাদি হয় না। সেখানে ওই চাষি কিংবা রাখাল হিন্দু না মুসলিম সেটা দেখার বিষয় না। সে আমার বাংলাদেশের নাগরিক। তাকে হত্যার করার লাইসেন্স ভারত সরকারকে দেওয়া হয় নাই।

দু:খের বিষয় এমন হত্যাকাণ্ড অনেক ঘটেছে কোনোটারই বিচার হয় নাই। দেশ যখন বিএনপি চালাতও তখনও হয় নাই। আওয়ামী লীগ চালাত তখনও হয় নাই। তাই ভবিষ্যতে হবে এমন আশা করাও দুরাশা।

ভারত বাংলাদেশ সীমান্ত প্রধানদের নিয়ে বেশ কয়েকবার দুই দেশের বৈঠক হয়েছে। বাংলাদেশের সাংবাদিকরা ভারতের বিএসএফকে গুলির বিষয়ে প্রশ্ন করলে তাদের উত্তর ছিল বাংলাদেশ একই পথ অনুসরণ করতে পারে। ভারতের তাতে কোনো আপত্তি নেই।

অর্থাৎ কেউ যদি অবৈধভাবে রাতের আধারে ভারত থেকে বাংলাদেশে ঢোকার চেষ্টা করে তবে বাংলাদেশের সীমান্ত রক্ষী যেন তাদের গুলি করে হত্যা করে। এতে ভারতের কোনো আপত্তি থাকবে না। পাশাপাশি বাংলাদেশেরও মনে রাখতে হবে ভারতের সীমান্তে রাতে কারফিউ থাকে।

সেখানে ওই সময় কেউ নিজের জীবনের ঝুঁকি নিয়ে প্রবেশ করলে তিনি হত্যার শিকার হতে পারেন। তাই বাংলাদেশকেও ভারত প্রস্তাব দিয়েছিল তাদের সীমান্তে যেন রাতের বেলা কারফিউ দেওয়া থাকে। ভারতের সেই প্রস্তাব বাংলাদেশ কোনো কালেই গ্রহণ করে নাই। আর এ কারণেই একতরফা ভাবে বিএসএফের গুলিতে বাংলাদেশি মরে।

http://www.anandalokfoundation.com/