চট্টগ্রাম সীতাকুণ্ডে রাসায়নিক ভর্তি কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ার কারণে বিস্ফোরণ ঘটনায় মামলা হবে। ডিএনএ পরীক্ষার পর মরদেহগুলো হস্তান্তর করা হবে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন।
সীতাকুণ্ডে ২৪ একর জায়গাজুড়ে বিএম ডিপোর অবস্থান। ভেতরে সারি সারি কনটেইনার। সামনের দিকে কিছু কনটেইনার ভেদ করে আগুনের লেলিহান শিখা বেরিয়ে আসছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছিলেন তখন।
ডিপোর সিএফএস সুপারভাইজার মোহাম্মদ নাঈম বলেন, ‘ আগুন রাসায়নিক ভর্তি কনটেইনারে ছড়িয়ে পড়ার কারণে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ডিপো এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা কনটেইনারের ছোট ছোট অংশ চোখে পড়ে। বিস্ফোরিত একটি কনটেইনার উড়ে প্রায় ৩০০ ফুট দূরে গিয়ে পড়ে। ’
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক পূর্ণেন্দু দস্তিদার বলেন, চট্টগ্রাম মহানগর, মিরসরাই, ফেনী ও নোয়াখালী থেকে ২৫টি অগ্নিনির্বাপক গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ফায়ার সার্ভিসের ১৮৩ জন কর্মী এতে অংশ নেন.
আসার খবরে নিজেরা স্ব-উদ্যোগে হাসপাতালে চিকিৎসাসেবায় নিয়োজিত হয়ে পড়েন। যা আমি গত ৩২-৩৫ বছরে দেখিনি। এ পর্যন্ত যত রোগী এসেছে আমরা চেষ্টা করেছি প্রত্যেককে প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিতে। কোনো সমস্যা হয়নি। পর্যাপ্ত লোকবল আছে। ’
এই প্রতিবেদক ঘটনাস্থলে থাকতেই পুড়তে থাকা ডিপোর ভেতরে বেশ কয়েকবার বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এর মধ্যেই উদ্ধারকাজ করছিলেন বিভিন্ন সংস্থার লোকজন ও স্বেচ্ছাসেবকরা।
সাতজন হেলিকপ্টারে ঢাকায়
অগ্নিদগ্ধদের মধ্যে সাতজনকে হেলিকপ্টারে করে গতকাল বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল সন্ধ্যা ৬টার দিকে চমেক হাসপাতালের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, সংকটাপন্ন সাত রোগীকে হেলিকপ্টারে করে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। অন্য সাতজনকে আগেই এই বার্ন ইউনিটে আনা হয়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানিয়েছেন, ১৪ জনেরই শ্বাসনালি পুড়ে গেছে। তাঁদের মধ্যে দুজনের ৬০ থেকে ৮০ শতাংশ এবং অন্যদের ১৪ শতাংশ পুড়ে গেছে। তাঁদের কেউ শঙ্কামুক্ত নন।
এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ডা. সামন্ত লাল সেন ও তাঁর টিম আজ সকালের ফ্লাইটে চট্টগ্রামে এসে রোগীদের চিকিৎসার কাজ শুরু করবেন বলে জানা গেছে।
গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কনটেইনার ডিপোতে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশে ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। এর পরপরই সেখানে পৌঁছায় সীতাকুণ্ড ফায়ার সার্ভিস। দুটি দল একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এ সময় কারখানার ভেতরে ওই পালায় দায়িত্বরত দুই শতাধিক শ্রমিক-কর্মকর্তা এবং ভেতরে আসা লরির চালক ও সহকারীসহ অসংখ্য কৌতূহলী মানুষ ছিলেন। অনেকে অগ্নিকাণ্ডের ঘটনার ভিডিও করছিলেন। কয়েকজন ফেসবুক থেকে সরাসরি (লাইভ) প্রচার করছিলেন। এ অবস্থায় রাত আনুমানিক ১১টায় হঠাৎ একটি কনটেইনারে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এতেই হতাহতের ঘটনা ঘটে।
এই বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে বিকট শব্দে ঘটনাস্থলের চারপাশে অন্তত পাঁচ কিলোমিটার এলাকা প্রকম্পিত হয়। একই সঙ্গে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পুরো এলাকার। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও উদ্ধারকারী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা সেখানে ছুটে যান। এরপর অসংখ্য অ্যাম্বুল্যান্স, পিকআপ ভ্যানসহ বিভিন্ন গাড়িতে হতাহতদের সরকারি, বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দগ্ধদের আর্তনাদ ও স্বজনহারাদের আহাজারিতে হাসপাতালে অন্য রকম পরিবেশের সৃষ্টি হয়। ডিপোর বিভিন্ন কনটেইনারে রাসায়নিক থাকায় আগুন নেভানো কিংবা উদ্ধার তৎপরতা চালানো কঠিন হয়ে দাঁড়ায়।
সরকারি সহায়তা
চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, শ্রম মন্ত্রণালয় থেকে নিহত প্রত্যেক পরিবারকে দুই লাখ টাকার চেক দেওয়া হবে। গতকাল ১৩ জনের পরিবারকে এই চেক দেওয়া হয়। এ ছাড়া জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ৫০ হাজার এবং আহতদের ২৫ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।
কী বলছে মালিকপক্ষ
স্মার্ট গ্রুপের কর্ণধার ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের মালিকানাধীন এই কনটেইনার ডিপোতে প্রায় ১০ হাজার কনটেইনারের ধারণক্ষমতা আছে। ডিপোর জেনারেল ম্যানেজার নাজমুল আকতারের তথ্যানুযায়ী, শনিবার সেখানে প্রায় চার হাজার ৩০০টির মতো কনটেইনার ছিল। এর মধ্যে রপ্তানিযোগ্য কনটেইনার ছিল আট শতাধিক। আর চার শতাধিক ছিল আমদানি কনটেইনার। অগ্নিকাণ্ডের ফলে কী পরিমাণ কনটেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তিনি তাত্ক্ষণিকভাবে বলতে পারেননি।
বিএম কনটেইনার ডিপোর মালিকপক্ষ এক বিবৃতিতে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা, যারা গুরুতর আহত হয়েছেন কিংবা অঙ্গহানির শিকার হয়েছেন তাঁদের ছয় লাখ টাকা করে এবং অপরাপর আহতদের চার লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
আগুন নিয়ন্ত্রণে, তবে নেভেনি
সীতাকুণ্ডের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদাত হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে পুরোপুরি নেভানো সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসসহ বিভিন্ন সংস্থার কর্মীরা আগুন নেভাতে কাজ করে যাচ্ছেন।