14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে কলম্বোয় মাশরাফিরা

admin
March 29, 2017 11:30 pm
Link Copied!

স্পোর্টস ডেস্কঃ ডাম্বুলায় বড় ব্যবধানে প্রথম ওয়ানডে জয়ের পর দ্বিতীয় ওয়ানডে জিতেই সিরিজ নিষ্পত্তি করতে চেয়েছিলেন মাশরাফি বিন মতুর্জা। তবে গতকাল বাংলাদেশ ইনিংসের আগেই বাগড়া দেয় বেরসিক বৃষ্টি। উপায় না দেখে খেলা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন ম্যাচ রেফারি। সিরিজের শেষ ম্যাচটি হবে কলম্বোত। তাই আজ সকালে কলম্বোর উদ্দেশে ডাম্বুলা ছাড়েন মাশরাফিরা। দুপুর সোয়া ২টায় কলম্বোয় পৌঁছে বাংলাদেশ জাতীয় দল।

লঙ্কা সফরটা স্মরণীয় হয়ে থাকবে বাংলাদেশের জন্য। কলম্বোতে শততম টেস্ট জিতে নেয় মুশফিকের দল। এরপর ওয়ানডেতেও স্বাগতিকদের স্বস্তিতে থাকেতে দেয়নি বাংলাদেশের ক্রিকেটাররা। প্রথম ওয়ানডেতে তামিম ইকবালের শতকে ৩২৪ রানের পাহাড়সম লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ২৩৪ রানেই শ্রীলঙ্কাকে বেঁধে ফেলেন মাশরাফি-মুস্তাফিজরা।

সিরিজের দ্বিতীয় ম্যাচেই অবশ্য ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। টস জিতে থারাঙ্গার শতকে ৩১১ রান তুলে নেয় শ্রীলঙ্কা। ইনিংসের শেষ ওভার দারুণ এক হ্যাটট্রিক করেন তাসকিন আহমেদ। বাংলাদেশের ইনিংসের আগে শুরু হয় বৃষ্টি। তবে বড় স্কোর দেখে ঘাবড়ে যায়নি বাংলোদেশ। বৃষ্টি না হলে বাংলাদেশই জিতত বলে আশা প্রকাশ করেন অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা। তিনি বলেন, ‘উইকেট ব্যাটিং বান্ধব ছিল। আমরাদের্ ব্যাটসম্যানরা ভালো ফর্মে রয়েছে। আগের ম্যাচে তামিম-সাকিবরা রান পেয়েছে। তাই জয়ের বিষয়ে আশাবাদী ছিলাম আমরা।’ ম্যাচের হ্যাটট্রিক ম্যান তাসকিনও মনে করছেন জয়ের বিষয়ে আশাবাদী ছিলেন তিনি।

শেষ ও সিরিজ নির্ধারণী ম্যাচটা হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে। যত দূর জানা গেছে এখানেও ব্যাটিংবান্ধব উইকেট বানাচ্ছে স্বাগতিকরা। এ ম্যাচ জিতলেই শ্রীলঙ্কাকে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারাবে বাংলাদেশ।

http://www.anandalokfoundation.com/