বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশ। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস দিবস। এবারের ‘সাহসী ও দায়িত্বশীল আগামীর প্রজন্ম’ প্রতিপাদ্য নিয়ে দেশে পালিত হচ্ছে স্কাউটস দিবস। বিশ্ব–ব্যাপী স্কাউটিং একটি সামাজিক আন্দোলনের নাম। বিশ্বের প্রায় ১৬১ টি দেশে তিন কোটিরও বেশি সদস্য স্কাউট আন্দোলনের সাথে জড়িত।
১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন বাংলাদেশে বয় স্কাউট সমিতি গঠিত হয়। ১৯৭৪ সালে বিশ্ব স্কাউটস সংস্থার ১০৫ তম সদস্য হিসেবে স্বীকৃতি পেয়েছিল ‘বাংলাদেশ স্কাউটস সমিতি’। ১৯৭৮ সালে বয় স্কাউট সমিতির নাম বাংলাদেশ স্কাউটস নামকরণ করা হয়। মেয়েদের সুযোগ দেয়ার জন্য ১৯৯৪ সালে গার্ল-ইন স্কাউটিং চালু করা হয়।
বিশ্বের ষষ্ঠ বৃহত্তম স্কাউট বাংলাদেশ। বিশ্বব্যাপী সমাদৃত এই সেচ্ছাসেবী সংগঠনের যাত্রা শুরু অনেক আগে। ১৯০৭ সালে রবার্ট স্টিভেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এই যুব আন্দোলনের প্রতিষ্ঠা করেন।
২৯ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ১৯০৭ পর্যন্ত ইংল্যান্ডের ব্রাউন-সি দ্বীপে ব্যাডেন পাওয়েল পরীক্ষামূলক ক্যাম্প আয়োজন করেছিলেন। সেখান থেকেই শুরু হয় বিশ্বব্যাপী স্কাউটিংয়ের পথ চলা।
স্বাধীনতা যুদ্ধের পর ১৯৭২ সালের ৮ ও ৯ এপ্রিল তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ স্কাউটসের প্রথম জাতীয় কাউন্সিল সভায় ৮ এপ্রিল ‘বাংলাদেশ বয় স্কাউট সমিতি’ গঠিত হয়। প্রথম জাতীয় কমিশনার নির্বাচিত হন জনাব পিয়ার আলী নাজির।