আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: সারাদেশের ন্যায় ফরিদপুরের সালথায় ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস ২০১৯ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় মাল্টিপারপাস অডিটরিয়ামে এক আলোচনা সভার আয়োজন করেন উপজেলা প্রশাসন।
উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত শিক্ষার্থীদের মাঝে ২৫শে মার্চের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মৎস্য অফিসার সৈকত মল্লিক, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, উপজেলা শিক্ষা অফিসার খোরশেদ আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।